পথের দাবী mcq প্রশ্ন উত্তর teacj sanjib

পথের দাবী mcq প্রশ্ন উত্তর teacj sanjib

পথের দাবী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পথের দাবী mcq

পথের দাবী mcq প্রথম পর্ব

১ সঠিক উত্তরটি নির্বাচন করো

১.১ ‘পথের দাবী’ কাহিনিটি কোন্ উপন্যাসের অন্তর্গত?
(ক) শ্রীকান্ত (খ) দেবদাস

(গ) পথের দাবী (ঘ) পল্লীসমাজ

১.২ ‘পথের দাবী’ কাহিনিটির লেখক কে? (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(গ) রমেশচন্দ্র সেন

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১.৩ নিমাইবাবু কে?

(ক) পুলিশের বড়োবাবু (গ) কারখানার মিস্ত্রি

(খ) রং-এর মিস্ত্রি (ঘ) বেকার যুবক

১.৪ গিরিশ মহাপাত্র কীভাবে পুলিশের সামনে এল?

(ক) কাশতে কাশতে (গ) ধীরেসুস্থে

(খ) দৌড়োতে দৌড়োতে (ঘ) বিষণ্নভাবে

পথের-দাবী-mcq-প্রশ্ন-উত্তর-teacj-sanjib

১.৫ গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল?

(ক) ত্রিশ-বত্রিশের বেশি নয় (খ) বাইশ-তেইশের বেশি নয় (গ) একত্রিশ-বত্রিশের বেশি নয় (ঘ) ত্রিশ-একত্রিশের বেশি নয়

১.৬ গিরিশ মহাপাত্রের মাথার সামনের দিকের চুল কেমন ছিল?

(ক) বড়ো বড়ো

(খ) অত্যন্ত ছোটো

(গ) কাঁচাপাকা

(ঘ) একদম সাদা

১.৭ গিরিশ মহাপাত্রের পাঞ্জাবি কোন্ সিল্কের ছিল?

(ক) জাপানি

(খ) মার্কিন

(গ) মুরশিদাবাদ

(ঘ) মিশরীয়

১.৮ গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবি কোন্ র-এর ছিল?

(ক) হলদে রং-এর (খ) রামধনু রং-এর (গ) সাদা রং-এর (ঘ) সবুজ রং-এর

১.৯। গিরিশ মহাপাত্রের বুক পকেটে রাখা রুমালে কীসের ছবি ছিল?

(ক) পাখির (খ) বাঘের

গ) সিংহের (ঘ) চিতাবাঘের

১.১০ গিরিশ মহাপাত্রের ফুল মোজার রং কেমন ছিল?

(ক) সবুজ। খ) কালো

(গ) হলদে ঘ) লালচে

১.১১। অপূর্ব নিমাইবাবুকে কী বলে সম্বোধন করেছিল?

(ক) দাদা

(খ) জ্যাঠাবাবু

(গ) পিসেমশাই

(ঘ) কাকাবাবু

১.১২ নিমাইবাবুর জিজ্ঞাসার উত্তরে সব্যসাচী তার নাম কী বলেছিল?

(ক) অপূর্ব রায়

(খ) সব্যসাচী মল্লিক

(গ) জগদীশ রায়

(ঘ) গিরীশ মহাপাত্র

১.১৩ গিরিশ মহাপাত্রের ট্যাক থেকে কী বেরিয়েছিল?

(ক) এক টাকা ছ গন্ডা পয়সা

(খ) তিন টাকা

(গ) দু-টাকা ও তিন গন্ডা পয়সা

(ঘ) এক টাকা ও পাঁচ গন্ডা পয়সা

১.১৪ গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে কে বার করেছিলেন?

(ক) জগদীশবাবু

(খ) অপূর্ববাবু

(গ) রামদাসবাবু

(ঘ) নিমাইবাবু

১.১৫ নিমাইবাবু জগদীশবাবুকে কোন্ ট্রেনের প্রতি দৃষ্টি দিতে বলেছিলেন?

ক) রাতের মেল ট্রেনের প্রতি

(খ) এক্সপ্রেস ট্রেনের প্রতি

(গ) লোকাল ট্রেনের প্রতি

(ঘ) দুপুরের ট্রেনের প্রতি

• উত্তর

১.১ (গ) পথের দাবী। ১.২ (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১.৩ (ক) পুলিশের বড়োবাবু। ১.৪ (ক) কাশতে কাশতে। ১.৫ (ক) ত্রিশ-বত্রিশের বেশি নয়। ১.৬ (ক) বড়ো বড়ো। ১.৭ (ক) জাপানি। ১.৮ (খ) রামধনু রং-এর। ১.৯ (খ) বাঘের। ১.১০ (ক) সবুজ। ১.১১ (ঘ) কাকাবাবু। ১.১২ (ঘ) গিরীশ মহাপাত্র। ১.১৩ (ক) এক টাকা ছ গন্ডা পয়সা। ১.১৪ (ঘ) নিমাইবাবু ১.১৫ (ক) রাতের মেল ট্রেনের প্রতি।

দ্বিতীয় পর্ব

১.১৬ ‘এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার।’- কোন্ শহরে?

ক) রেঙ্গুন (গ) ভামো

খ) কলকাতা (ঘ) মিক্‌থিলা

১.১৭ রামদাসের পদবি কী ছিল?

(ক) তলওয়ারকর (গ) দীনকর

(খ) গাইকোয়াড়

১.১৮ চোরের হাত থেকে অপূর্বের টাকাকড়ি ছাড়া অন্য সমস্ত কিছু কে বাঁচিয়েছিল?

(ক) রামদাসের স্ত্রী

(গ) নিমাইবাবু

(খ) পাঞ্জাবি মহিলা

(ঘ) ক্রিশ্চান মেয়েটি

১.১৯> অপূর্বের বাড়িতে চুরির দিন তেওয়ারি কোথায় গিয়েছিলেন?

(ক) মাসির বাড়িতে

(গ) রেঙ্গুনে

(খ) ম্যানডেলে (ঘ) ফয়ায়

১.২০ মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ আহাম্মক কে বলেছিল?

ক) রামদাস

(খ) অপূর্ব

(গ) গিরীশ মহাপাত্র

(ঘ) অমিত সরকার

১.২১> বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা কাকে লাথি মেরে প্ল্যাটফর্মের বাইরে বের করে দিয়েছিল?

(ক) তলওয়ারকরকে

(খ) জগদীশবাবুকে

(গ) গিরীশ মহাপাত্রকে (ঘ) অপূর্বকে

১.২২ অপূর্ব অপরাহ্ণে কোন্ নগরের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসলেন?

(ক) ভামো

(গ) দিল্লি

(খ) রেঙ্গুন (ঘ) মিক্‌থিলা

১.২৩ ভামো যাওয়ার আগে ট্রেন ছাড়ার কত মিনিট আগে অপূব গিরীশ মহাপাত্রকে দেখেছিল?

(ক) তিন মিনিট

(গ) পাঁচ মিনিট

(খ) ছয় মিনিট

(ঘ) পঁচিশ মিনিট

১.২৪ এনাঞ্জা থেকে কতজন বন্ধু আসবে বলে গিরীশ জানিয়েছিল?

(ক) তিনজন

(খ) দুজন (ঘ) পাঁচজন

(গ) একজন

১.২৫ অপূর্ব জাতিতে কী ছিল?

(ক) ব্রাক্ষ্মণ

(খ) বৈদ্য

(গ) রাজপুত

(ঘ) মাহিষ্য

১.২৬ গিরীশ মহাপাত্র কার ছদ্মনাম?

ক) রামদাসের (গ) অপূর্বের (খ) সব্যসাচীর (ঘ) কাকাবাবুর

১.২৭ অপূর্ব কোন্ শ্রেণির ট্রেনযাত্রী ছিল ভামো নগরে যাওয়ার সময়?

(ক) দ্বিতীয় শ্রেণির

(খ) তৃতীয় শ্রেণির

(গ) সাধারণ শ্রেণির

(ঘ) প্রথম শ্রেণির

১.২৮ ট্রেনে অপূর্বের ঘুম পুলিশের লোক কতবার ভাঙিয়েছিল?

(ক) দুবার

(খ) তিন বার

(গ) একবার

(ঘ) চার বার

১.২৯ ‘তুমি তো ইউরোপিয়ান নও।’—অপূর্বকে এ কথা কে বলেছিলেন?

(ক) নিমাইবাবু

(খ) জগদীশবাবু

(গ) রামদাস

(ঘ) বর্মা পুলিশের সাব-ইনস্পেকটর

১.৩০ ‘দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।’ –বক্তা হলেন

(ক) নিমাইবাবু

(খ) জগদীশ বাবু

(গ) অপূর্ব

(ঘ) গিরীশ মহাপাত্র

১.৩১) পুলিশ-স্টেশনের সম্মুখের হলঘরে কতজন বাঙালি বসেছিল

(ক) জন ছয়েক খ) জন পাঁচেক

গ) জন দশেক

(ঘ) জন বিশেক

১.৩২ যে লোকটার প্রতি তার অত্যন্ত সন্দেহ হইয়াছে এই লোকটি হলো—

(ক) নিমাইবাবু (খ) জগদীশবাবু

(গ) গিরীশ মহাপাত্র

ঘ) তলওয়ারকর

উত্তর

১.১৬ (ক) রেঙ্গুন। ১.১৭ (ক) তলওয়ারকর। ১.১৮ (ঘ) ক্রিশ্চান মেয়েটি। ১.১৯ (ঘ) ফয়ায়। ১.২০ (খ) অপূর্ব ১.২১ (ঘ) অপূর্বকে। ১.২২ (ক) ভামো ১.২৩ (গ) পাঁচ মিনিট। ১.২৪ (খ) দুজন। ১.২৫ (ক) ব্রাহ্মণ। ১.২৬ (খ) সব্যসাচীর। ১.২৭ (ঘ) প্রথম শ্রেণির। ১.২৮ (খ) তিন বার। ১.২৯ (ঘ) বর্মা পুলিশের সাব-ইনস্পেকটর। ১.৩০ (খ) জগদীশ বাবু। ১.৩১ (ক) জন ছয়েক। ১.৩২ (গ) গিরীশ মহাপাত্র।

তৃতীয় পর্ব

১.৩৩ পোলিটিক্যাল সাপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা

(ক) অপূর্বের সামনে (খ) নিমাইবাবুর সামনে

(গ) জগদীশবাবুর সামনে

(ঘ) তলওয়ারকরের সামনে

১.৩৪ ‘লোকটা কাশিতে কাশিতে আসিল।’—লোকটি হলেন

(ক) একজন রং মিস্ত্রি

(খ) তেলের খনির কারখানার মিস্ত্রি

(গ) পুলিশের বড়োবাবু নিমাইবাবু

(ঘ) গিরীশ মহাপাত্র

১.৩৫ গিরীশ মহাপাত্রের রোগা মুখের আশ্চর্যজনক অদ্ভুত বৈশিষ্ট্যটি হলো—

(ক) মুখপেশির দৃঢ়তা (খ) দুটি চোখের দৃষ্টি

(গ) বাঁদিকের গালের কাটা দাগ

(ঘ) সাদা দু-চোখ

১.৩৬ গিরীশ মহাপাত্র থানাসুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছিল—

ক) লেবুর তেলের উগ্র গন্ধে

(খ) একের পর এক মিথ্যা কথা বলে (গ) তার পোটলা-পুঁটলির দুর্গন্ধে (ঘ) তার গায়ের গন্ধে

১.৩৭) গিরীশ মহাপাত্রের বুক পকেটে ছিল—

(ক) একটি সানগ্লাস

(খ) একটি গাঁজার কল্কে

(গ) একটি বাঘ-আঁকা রুমাল

(ঘ) একটি গোলাপ ফুল

১.৪১ কিন্তু ক-দিনই বা বাঁচবে—উদ্দিষ্ট ব্যক্তি বেশি দিন বাঁচবে

 

১.৩৮) এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন—এই লোকটি হলেন

(ক) গিরীশ মহাপাত্র

(খ) নিমাইবাবু

(গ) জগদীশবাবু

ঘ) তলওয়ারকর

১.৩৯ ‘তার জামিন আমি হতে পারি।’-বক্তা হলেন(ক) নিমাইবাবু (গ) বড়োসাহেব (খ) জগদীশবাবু (ঘ) অপূর্ব

১.৪০ নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন—

(ক) তুমি গাঁজা খাও?

(খ) তোমার নাম কী হে? (গ) কীরূপ সদাশয় ব্যক্তি ইনি (ঘ) আর খেয়ো না

১.৪১ কিন্তু ক-দিনই বা বাঁচবে—উদ্দিষ্ট ব্যক্তি বেশি দিন বাঁচবে
না কারণ

(ক) তার ক্যানসার হয়েছে

(খ) তার যক্ষ্মা হয়েছে

(গ) সে অত্যন্ত রোগা এবং দুর্বল

(ঘ) তার ডেঙ্গু হয়েছে

১.৪২ গিরীশ মহাপাত্র গাঁজার কল্‌কেটা কুড়িয়ে পকেটে রেখেছিল

ক) মহাদেবের চরণে দেবে এই কথা ভেবে (খ) কারও কাজে লাগতে পারে এই কথা ভেবে (গ) ঘরে বসে গাঁজা খাবে এই কথা ভেবে

(ঘ) তার এক বন্ধুকে দেওয়ার কথা ভেবে

১.৪৩ গিরীশ মহাপাত্র গাঁজার কল্‌কেটা কুড়িয়ে পেয়েছিল—

(ক) পথে (খ) পার্কে

(গ) স্কুলের পাশে

(ঘ) হাটে

১.৪৪ ‘সে যে বর্মায় এসেছে এ খবর সত্য!’ –সে বলতে বোঝানো হয়েছে—

(ক) বিপ্লবী সব্যসাচী মল্লিককে

(খ) গিরীশ মহাপাত্রকে

(গ) অপূর্বকে

ঘ) তলওয়ারকরকে

১.৪৫> ‘আমি এখন তবে চললুম কাকাবাবু।’—কাকাবাবু হলেন—

(ক) পুলিশ কর্মচারী জগদীশবাবু

(খ) বড়োসাহেব

(গ) রামদাস

(ঘ) পুলিশ ইন্সপেক্টর নিমাইবাবু

• উত্তর

১.৩৩ (খ) নিমাইবাবুর সামনে। ১.৩৪ (ঘ) গিরীশ মহাপাত্র। ১.৩৫ (খ) দুটি চোখের দৃষ্টি। ১.৩৬ (ক) লেবুর তেলের উগ্র গন্ধে। ১.৩৭ (গ) একটি বাঘ-আঁকা রুমাল। ১.৩৮ (ক)গিরীশ মহাপাত্র। ১.৩৯ (ঘ) অপূর্ব। ১.৪০ (খ) তোমার নাম কী হে? ১.৪১ (গ) সে অত্যন্ত রোগা এবং দুর্বল। ১.৪২ (খ) কারও কাজে লাগতে পারে এই কথা ভেবে। ১.৪৩ (ক) পথে। ১.৪৪ (ক) বিপ্লবী সব্যসাচী মল্লিককে। ১.৪৫ (ঘ) পুলিশ ইন্সপেক্টর নিমাইবাবু।

চতুর্থ পর্ব

১.৪৬ ‘বাড়ির সব খবর ভালো তো?’—জিজ্ঞেস করেন—

(ক) রামদাস তলওয়ারকর

(খ) পুলিশ ইন্সপেক্টর নিমাইবাবু

(গ) বড়োসাহেব

(ঘ) পুলিশ কর্মচারী জগদীশবাবু

১.৪৭> ‘তা ছাড়া এত বড়ো বন্ধুটি হলেন’

(ক) রামদাস তলওয়ারকর (খ) বিপ্লবী সব্যসাচী (গ) ক্রিশ্চান মেয়েটি (ঘ) তেওয়ারি

১.৪৮ তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে গিয়েছিল

ক) ফয়ায়

(খ) রেঙ্গুনে

(গ) ম্যান্ডালে(ঘ) ভামো নগরে

১.৪৯> ‘চুরি করুক না করুক সাহায্য করেছে।’—যে সাহায্য করেছে সে হলো

(ক) গিরীশ মহাপাত্র (গ) আর্দালি (খ) রামদাস (ঘ) তেওয়ারি

১.৫০ ‘গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে।’—বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে

(ক) বালি হাঁসদের (খ) বন্য হাঁসদের

(গ) চোর-ডাকাতদের

(ঘ) বিদ্রোহীদের

১.৫১ ‘বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।’—এঁর বলতে বোঝানো হয়েছে

ক) নিমাইবাবুকে (গ) তলওয়ারকরকে (খ) জগদীশবাবুকে (ঘ) তেওয়ারিকে

১.৫২ ‘বলা কী সহজ রামদাস?’—যা বলা সহজ নয় তা হলো

(ক) পারিবারিক ঝগড়া বিবাদের কথা (খ) বিনা অপরাধে শেতাঙ্গদের দ্বারা লাঞ্ছিত হওয়ার কথা (গ) ব্রিটিশ পুলিশের হাতে শাস্তি পাওয়ার কথা (ঘ) সংসারের অভাবের কথা

পথের দাবী mcq

১.৫৩ ‘এমনি তাদের অভ্যাস হয়ে গেছে।’—যা অভ্যাস হয়ে গেছে তা হলো

(ক) গৃহিণীর বকুনি খাওয়া

(খ) অপমান সহ্য করা

(গ) ইংরেজদের সামনে নত হওয়া (ঘ) দেরি করে অফিসে যাওয়া

১.৫৪ অপূর্বকে প্ল্যাটফর্ম থেকে লাথি মেরে বের করে দিয়েছিল—

(ক) সাহেব স্টেশন মাস্টার
(খ) শেতাঙ্গ পুলিশ কর্মচারীরা (গ) ফিরিঙ্গি ছেলেরা

(ঘ) গুন্ডারা

১.৫৫ ভামো নগরের উদ্দেশে যাত্রাকালে অপূর্বের সঙ্গে ছিল

(ক) তেওয়ারি এবং আর্দালি

(খ) আর্দালি এবং রামদাস তলওয়ারকর

(গ) অফিসের একজন হিন্দুস্থানি ব্রাত্মণ পেয়াদা এবং তেওয়ারি

(ঘ) আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা

১.৫৬ ‘তোমার চিন্তা নেই ঠাকুর।’—এখানে ঠাকুর বলতে বোঝানো হয়েছে—

(ক) তেওয়ারিকে

(খ) হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদাকে

– (গ) তলওয়ারকরকে

(ঘ) অপূর্বকে

১.৫৭ গিরীশ মহাপাত্রের দুজন বন্ধুলোক আসার কথা—

(ক) ভামো নগর থেকে

(খ) এনাঞ্জাং থেকে

(গ) মিক্‌থিলা থেকে

ঘ) ম্যান্ডালে থেকে

১.৫৮> ‘তোমার বাপু একটা ভুল হয়েছে।’—ভুলটা হলো— (ক) রামদাস তলওয়ারকরকে পুলিশের লোক ভাবা

(খ) অপূর্বকে পুলিশের লোক ভাবা (গ) নিমাইবাবুকে বিশ্বাস করা

(ঘ) লেবুর তেল মাথায় দেওয়া

১.৫৯ ‘শাস্তর টাস্তর সবই কিছু কিছু শিখে ছিলাম।’—বক্তা হলেন

(ক) রামদাস তলওয়ারকর (খ) হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা (গ) তেওয়ারি (ঘ) গিরীশ মহাপাত্র

উত্তর চতুর্থ পর্ব

১.৪৬ (ক) রামদাস তলওয়ারকর। ১.৪৭ (গ) ক্রিশ্চান মেয়েটি। ১.৪৮ (ক) ফয়ায়। ১.৪৯ (ঘ) তেওয়ারি। ১.৫০ (ঘ) বিদ্রোহীদের। ১.৫১ (ক) নিমাইবাবুকে। ১.৫২ (খ) বিনা অপরাধে শেতাঙ্গদের দ্বারা লাঞ্ছিত হওয়ার কথা। ১.৫৩ (খ) অপমান সহ্য করা। ১.৫৪ (গ) ফিরিঙ্গি ছেলেরা। ১.৫৫ (ঘ) আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাক্ষ্মণ পেয়াদা। ১.৫৬ (ক) তেওয়ারিকে। ১.৫৭ (খ) এনাঞ্জাং থেকে। ১.৫৮ (খ) অপূর্বকে পুলিশের লোক ভাবা। ১.৫৯ (ঘ) গিরীশ মহাপাত্র।

পথের দাবী mcq

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *