অদল বদল mcq গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Teacj Sanjib
অদল বদল mcq গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Teacj Sanjib
অদল বদল mcq প্রশ্ন উত্তর Teacj Sanjib
অদল বদল mcq প্রশ্ন উত্তর Teacj Sanjib
অদল বদল mcq প্রশ্ন উত্তর
অদল বদল- পান্নালাল প্যাটেল
অদল বদল গল্পে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর গুলি আলোচিত হয়েছ।
সঠিক উত্তরটি নির্বাচন করো
অদল বদল mcq প্রশ্ন উত্তর প্রথম ভাগ
১.১ অমৃত ও ইসাব-এর নতুন জামা কোন্ কোন্ দিক থেকে একই রকম ছিল?
(ক) দাম-রং-মাপ
(গ) দাম-ছিট-মাপ
(খ) রং-মাপ-কাপড়
(ঘ) কাপড়-মাপ-দাম
১.২ অমৃত ও ইসাবের বাবাদের চাষের জমি
(ক) প্রায় সমান (খ) সমান-সমান
(গ) প্রায় সমান-সমান (ঘ) সমপরিমাণ
১.৩ অমৃতের বাড়ির মোট সদস্য সংখ্যা—
(ক) ৫ জন
(খ) ৪ জন
(গ) ৩ জন
(ঘ) ৬ জন
১.8 ইসাবের বাড়ির সদস্য সংখ্যা—
(ক) দু-জন
(খ) তিনজন
(গ) চারজন
(ঘ) পাঁচজন
১.৫ অমৃত ও ইসাবের বাবা সাময়িক বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য
(ক) টাকা ধার করে (গ) জমি বন্ধক রাখে
(খ) সুদে টাকা ধার করে (ঘ) জমি বিক্রি করে
১.৬ “তফাত শুধু এই যে”—অমৃত ও ইসাবের তফাত
(ক) অর্থনীতিতে (খ) বাড়ির সদস্য সংখ্যায় (গ) মানসিকতায় (ঘ) স্কুলে পড়াশোনায়
১.৭ অমৃত কুস্তি না লড়ার জন্য দৃঢ়স্বরে বলেছিল
(ক) তার মা তাকে বকবে (খ) তার মা তাকে ঘর থেকে বের করে দেবে (গ) তার মা তাকে চড়-চাপড় দেবে (ঘ) তার মা তাকে ঠ্যাঙ্গাবে
১.৮ ইসাবের মতো জামা না পেয়ে অমৃত বাড়িতে কী ফতোয়া জারি করেছিল?
(ক) পড়াশোনা করবে না
(খ) স্কুলে যাবে না (গ) বাড়িতে কাজ করবে না (ঘ) মাঠে কাজ করবে না
১.৯ “অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।”—অমৃত যে ব্যাপারে রাজি হয়েছিল?
(ক) স্কুলে যেতে (খ) বেশি পড়াশোনা করতে (গ) বেশি মার খেতে (ঘ) মাঠে কাজ করতে
১.১০ ‘মা ওকে অনেক বুঝিয়েছিল।’—মায়ের বোঝানোর বিষয়টি ছিল
(ক) ইসাব একটিমাত্র ছেলে—তাই ওর বাবা ওকে জামা কিনে দিয়েছে
(খ) ইসাবের বাবার টাকা আছে তাই ওকে নতুন জামা কিনে দিয়েছে
(গ) ইসাব ক্ষেতে কাজ করে বলে ওর জামা ছিঁড়ে গেছে, তাই ও নতুন জামা পেয়েছে
(ঘ) ওপরের তিনটি তথ্যই ঠিক
১.১১ জামা না কিনে দেওয়ায় অমৃত লুকিয়েছিল—
(ক) ইসাবদের ঘরে
(খ) অন্য বন্ধুর ঘরে
(গ) নিজেদের ঘরে
(ঘ) ইসাবদের গোয়ালঘরে
১.১২ ইসাবের ল্যাং খেয়ে কালিয়া মাটিতে পড়ে গিয়ে কীসের মতো চ্যাচাচ্ছিল? ?
(ক) পাখির মতো
(খ) ষাঁড়ের মতো
(গ) কুকুরের মতো
(ঘ) ব্যাঙের মতো
১.১৩) “আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে।”— এখানে ‘আমি’ হলো
(ক) অমৃত
(খ) ইসাব
(গ) কালিয়া
(ঘ) দলের অন্য একটি ছেলে
১.১৪) “ওরা ভয়ে—হয়ে গেল।”
(ক) জড়ো (গ) বেহুঁ
(খ) শুকিয়ে (ঘ) কাঠ
এখানে উত্তর দেখ–/
১.১ (খ) রং-মাপ-কাপড়। ১.২ (গ) প্রায় সমান-সমান। ১.৩ (ক) ৫ জন। ১.৪ (ক) দু-জন। ১.৫ (খ) সুদে টাকা ধার করে। ১.৬ (খ) বাড়ির সদস্য সংখ্যায়। ১.৭ (ঘ) তার মা তাকে ঠ্যাঙ্গাবে। ১.৮ (খ) স্কুলে যাবে না। ১.৯ (গ) বেশি মার খেতে। ১.১০ (গ) ইসাব ক্ষেতে কাজ করে বলে ওর জামা ছিঁড়ে গেছে, তাই ও নতুন জামা পেয়েছে। ১.১১ (ঘ) ইসাবদের গোয়ালঘরে। ১.১২ (ঘ) ব্যাঙের মতো। ১.১৩ (ক) অমৃত। ১.১৪ (ঘ) কাঠ।
দ্বিতীয় ভাগ
১.১৫ ইসাবের বাবা, ইসাবের ছেঁড়া শার্ট দেখলে
(ক) তাকে মেরে ফেলবে
(খ) তার চামড়া তুলে নেবে (গ) তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে (ঘ) তার হাত-পা ভেঙে দেবে
১.১৬ “হঠাৎ অমৃতের মাথায় একটা–খেলে গেল।”
(ক) প্ল্যান(খ) চিন্তা
(গ) বুদ্ধি (ঘ) ভাবনা
১.১৭ অমৃতের ছেঁড়া জামা দেখে তার মা—
ক) চোখ পাকালো
(খ) চোখ রাঙালো
(গ) ভুরু কুঁচকালো
(ঘ) চড়-চাপড় দিল
১.১৮) “কিন্তু ওর কপাল ভালো ছিল।”—অমৃতের কপাল ভালো থাকার কারণ হিসেবে বলা হয়েছে
(ক) ছেঁড়া জামার জন্য মা মারেনি (খ) সেই দিনটা ছিল হোলির
(গ) ছেঁড়া জামার জন্য বাবা মারেনি
(ঘ) ছেঁড়া জামার জন্য মা-বাবা কেউ মারেনি
১.১৯) “ইসাবের মনে পড়ল।’—ইসাবের মনে পড়ার বিষয়টি হলো
ক) অমৃতের বাব-মা খুব ভালো (খ) অমৃতের বাবা-মা খুব রাগী (গ) অমৃতের বাবা মারতে গেলে মা ওকে বাঁচিয়ে দেয় (ঘ) অমৃতের বাবা ভীষণ রাগী
১.২০ অমৃত ও ইসাব মিলে বাজি পোড়ানো ও বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গিয়েছিল—
(ক) রাস্তার ধারে (খ) গ্রামের ধারে
(গ) রাস্তার মোড়ে (ঘ) কুস্তি লড়ার মাঠে
১.২১ অমৃতের বয়স
(ক) আট বছর
(গ) দশ বছর
(খ) বারো বছর (ঘ) নয় বছর
১.২২ ইসাবের বাবার নাম–
(ক) হোসেন
(খ) বাহালি
(গ) হাসান
(ঘ) কোনোটিই নয়
১.২৩ ইসাবের বাবা হাসান বলেছিল অমৃতের মতো ছেলে পেলে সে কত জনকে পালন করতে পারবে
(ক) দুইজন (খ) সাতজন গ)এগারোজন (ঘ) একুশজন
১.২৪ “অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে।”— অমৃতের কী জবাব ছিল?
(ক) আমার তো মা-বাবা রয়েছে
খ) আমার তো বাবা রয়েছে
(গ) আমাকে তো বাড়িতে মারবে না
ঘ) আমার তো মা রয়েছে
১.২৬) “আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।”—এই কথা কে বলেছিল?
(ক) অমৃতের বাবা
(গ) ইসাবের বাবা
(খ) অমৃতের মা
(ঘ) গ্রাম-প্রধান
১.২৭ ‘অদল বদল’ গল্পটি মূল যে ভাষায় লেখা
(ক) পাঞ্জাবি
(খ) মারাঠি
(গ) হিন্দি
(ঘ) গুজরাতি
১.২৮ অদল বদল গল্পটির লেখক হলেন—
(খ) শ্রীপান্থ
(ক) পান্নালাল প্যাটেল
(গ) সুবোধ ঘোষ
(ঘ) রাজশেখর বসু
১.২৯ ‘এরা দুজনই একই ক্লাসে পড়ে।’—এই দুজন হলো—
(ক) ইসাব ও ইশান
(খ) অমৃত ও ইসাব
(গ) অমৃত ও কালিয়া
(ঘ) ইসাব ও কালিয়া
১.৩০ দুজনের বাবাই পেশায় ছিলেন— (ক) কর্মকার (খ) ছুতোর
(গ) চাষি (ঘ) কুম্ভকার
১.৩১ অমৃত ও ইসাবকে একই রকমের পোশাকে দেখে দলের একটি ছেলে বলল
(ক) তোরা দুজনে নৃত্য কর
(খ) তোরা দুজনে অঙ্ক কর
(গ) তোরা দুজনে ঝগড়া কর
(খ) আমার তো বাবা রয়েছে
(ঘ) তোরা দুজনে কুস্তি কর
১.৩২) অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে—
(ক) ও ভাত খাবে না (গ) ও স্কুলে যাবে না
(খ) ও বই পড়বে না (ঘ) ও বাড়িতে থাকবে না
এখানে উত্তর দেখ–
১.১৫ (খ) তার চামড়া তুলে নেবে। ১.১৬ (গ) বুদ্ধি। ১.১৭ (গ) ভুরু কুঁচকালো। ১.১৮ (খ) সেই দিনটা ছিল হোলির। ১.১৯ (গ) অমৃতের বাবা মারতে গেলে মা ওকে বাঁচিয়ে দেয়। ১.২০ (খ) গ্রামের ধারে। ১.২১ (গ) দশ বছর। ১.২২ (গ) হাসান। ১.২৩ (ঘ) একুশজন। ১.২৪ (ঘ) আমার তো মা রয়েছে। ১.২৫ (ক) ছেলের দল। ১.২৬ (ঘ)গ্রাম-প্রধান। ১.২৭ (ঘ) গুজরাতি । ১.২৮ (ক) পান্নালাল প্যাটেল। ১.২৯ (খ) অমৃত ও ইসাব। ১.৩০ (গ) চাষি। ১.৩১ (ঘ) তোরা দুজনে কুস্তি কর। ১.৩২ (গ) ও স্কুলে যাবে না।
তৃতীয় ভাগ
১.৩৩ ‘ঠিক আছে, আমাকে বেঁধে রাখো। মারো!’-অমৃত এ কথা বলেছিল
(ক) নতুন জামাটি ছিঁড়ে ফেলার জন্য
(খ) একটি নতুন জামা আদায় করার জন্য (গ) পড়াশোনা না করার জন্য
(ঘ) ইশানের সঙ্গে খেলতে যাওয়ার জন্য
১.৩৪ ‘ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বল গে’—অমৃতর মা এ কথা বলেছিলেন
ক·) ঝামেলা থেকে বাঁচার জন্য (খ) অমৃতকে শিক্ষা দেওয়ার জন্য (গ) ওকে শান্ত করার জন্য
(ঘ) ওকে নিরাশ করার জন্য
১.৩৫ অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন
(ক) ইসাবের বাবা (গ) ইসাবের মা
(খ) গ্রাম-প্রধান
(ঘ) অমৃতের মা
১.৩৬ জামার জন্য জেদ ধরে অমৃত লুকিয়েছিল—
(ক) ইসাবদের গোয়ালঘরে (খ) ইসাবদের রান্নাঘরে
(গ) পুরোনো মন্দিরে
(ঘ) স্কুলঘরে
১.৩৭ ‘ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল।’— চেঁচিয়ে ওঠার কারণ
(ক) কালিয়া অমৃতের দাঁত ভেঙে দিয়েছিল (খ) কালিয়া অমৃতকে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিল (গ) কালিয়া অমৃতের জামা ছিঁড়ে দিয়েছিল (ঘ) কালিয়া নৃত্য করছিল
১.৩৮ ইসাবের মেজাজ চড়ে গেল’—কারণ—
(ক) কালিয়া তাকে বিরক্ত করছিল (খ) কালিয়া অমৃতকে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিল (গ) ছেলের দল ইসাবকে দেখে হাসাহাসি করছিল (ঘ) অমৃত বড়ো কান্নাকাটি করছিল
১.৩৯ ইসাবের জামার পকেটের কাপড় ছিঁড়ে গিয়েছিল(ক) চার ইঞ্চি পরিমাণ (খ) পাঁচ ইঞ্চি পরিমাণ (ঘ) তিন ইঞ্চি পরিমাণ (গ) ছয় ইঞ্চি পরিমাণ
১.80 ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কারণ(ক) অমৃতের বাবা ভীষণ রেগে গেছেন (খ) ইসাবের বাবা লাঠি নিয়ে তেড়ে এসেছেন (গ) অমৃতের মা বড়ো রাগারাগি করেছেন (ঘ) ইসাবের জামার পকেটের কাপড় ছিঁড়ে গেছে
১.৪১ ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র
(ক) ওর চামড়া তুলে নেবে
(খ) ওর কান ছিঁড়ে দেবে
(গ) ওর হাত ভেঙে দেবে
(ঘ) ওকে বাড়ি থেকে বের করে দেবে
১.৪২ ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটি হলো
(ক) বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলা
(খ) ইসাবের জামার ছেঁড়া অংশটি রিপু করে নেওয়া
(গ) জামা অদল বদল করা
(ঘ) অমৃতের মায়ের জন্য চুড়ি কিনে নেওয়া
১.৪৩ অমৃত ইসাবের সঙ্গে জামা অদল বদল করেছিল— ওকে—
(ক) খুশি করার জন্য
(খ) ওর বাবার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য
(গ) ঠকানোর জন্য
(ঘ) ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য
১.৪৪) ইসাব দেখেছে যে, অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত তখনই—
(ক) ওর বাবার দিকে তেড়ে এসেছে
(খ) ওর বাবার ওপর রেগে গেছে
(গ) ওর মায়ের পিছনে লুকিয়েছে
(ঘ) ওর মায়ের সঙ্গে রাগারাগি করেছে
১.৪৫> ‘অমৃতের নতুন জামাটা ছিঁড়েছে দেখেও অমৃতের মা ওকে মাফ করে দিলেন।’—কারণ
(ক) ওর মায়ের মেজাজটা ভালো ছিল
(খ) দিনটা ছিল হোলির
(গ) জামাটা বেশি ছেঁড়েনি
(ঘ) অমৃত বড়ো কান্নাকাটি করেছিল
এখানে উত্তর দেখ
১.৩৩ (খ) একটি নতুন জামা আদায় করার জন্য। ১.৩৪ (ক) ঝামেলা থেকে বাঁচার জন্য। ১.৩৫ (ঘ) অমৃতের মা। ১.৩৬ (ক) ইসাবদের গোয়ালঘরে। ১.৩৭ (খ) কালিয়া অমৃতকে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিল। ১.৩৮ (খ) কালিয়া অমৃতকে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিল। ১.৩৯ (গ) ছয় ইঞি পরিমাণ। ১.৪০ (ঘ) ইসাবের জামার পকেটের কাপড় ছিঁড়ে গেছে। ১.৪১ (ক) ওর চামড়া তুলে নেবে। ১.৪২ গ জামা অদল বদল করা। ১.৪৩ (খ) ওর বাবার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য। ১.৪৪ (গ) ওর মায়ের পিছনে লুকিয়েছে। ১.৪৫(খ) দিনটা ছিল হোলির।
চতুর্থ ভাগ
১.৪৬ ‘উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন।’—এখানে ‘উনি’ বলতে বোঝানো হয়েছে
ক) অমৃতের বাবাকে
(গ) ইসাবের বাবাকে
(খ) অমৃতের মাকে (ঘ) ইসাবের মাকে
১.৪৭ “এদের বাড়ি দুটোও মুখোমুখি।”—বাড়ি দুটি কোথায়
(ক) রাস্তার মোড়ে (গ) মাঠের ধারে
খ) নদীর ধারে (ঘ) গ্রামের শেষে
১.৪৮ অমৃত ইসাবের বাবাকে শিখিয়েছিল—
(ক) বন্ধুত্ব কাকে বলে (খ) খাঁটি প্রেম কাকে বলে
(গ) খাঁটি জিনিস কাকে বলে (ঘ) খাঁটি সম্পর্ক কাকে বলে?
১.৪৯> ইসাবের বাবা হাসান পাঠান অমৃতের মাকে কী বলে সম্বোধন করে?
(ক) ভাবীজি
(খ) ভাবী জান
(গ) বাহালি ভাবী
(ঘ) বাহালি বউদি
অদল বদল mcq
১.৫০º ‘শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল।’—ফতোয়া কথাটির অর্থ হলো
(ক) রায়
(গ) প্রতিবিধান
(খ) দণ্ডবিধান
(ঘ) প্রতিবাদ
১.৫১> হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল
(ক) ছবি আঁকতে (গ) কুস্তি লড়তে রথের অমৃত আর ইসাবকে একরকম বলেছিল? (খ) হোলি খেলতে (ঘ) ফুটবল খেলতে
১.৫২ যে দিনের পড়ন্ত বিকেলের কাহিনি তুলে ধরা হয়েছে— ক) রথের(খ) হোলির
(গ) ঈদের (ঘ) বড়োদিনের
১.৫৩ দুই বন্ধু কোথায় এসে বসেছিল? (ক) নদীর ধারে (গ) শান-বাঁধানো ফুটপাথে (ঘ) ছাদে (খ) গাছের তলায়
১.৫৪ কোন্ গাছের নীচে গ্রামের ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করছিল?
(ক) নিম
(খ) আম
(গ) বট
(ঘ) আতা
১.৫৫ অদল বদল গল্পের মূল ভাব
(ক) বন্ধুত্ব (খ) প্রেম (গ) শত্রুতা (ঘ) বিচ্ছেদ
১.৫৬ অমৃতের দিকে তাকাল
(ক) অমৃতের মা(খ) বাবা গ) কালিয়া ঘ)ইসাব
১.৫৭ জামা পাবে না-শোনামাত্র অমৃত কী জারি করেছিল?
(ক) প্রার্থনা
(খ) অবরোধ
(গ) ফতোয়া
ঘ) আদেশ
১.৫৮ ইসাবের সঙ্গে কী করতে অমৃত একেবারেই গররাজি ছিল?
(ক) খেলতে
(খ) কুস্তি লড়তে
(গ) গল্প করতে
(ঘ) কলহ করতে
১.৫৯ “উনি আসল ঘটনাটা জানেন।”—এখানে ‘উনি’ হলেন
(ক) ইসাবের বাবা
(খ) ইসাবের মা
(গ) গ্রামপ্রধান
(ঘ) তপন
১.৬০১ ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় বসে কী খাচ্ছিলেন?
(ক) বিড়ি ঘ) হুঁকো(খ) সিগারেট (গ) চা
১.৬১ অমৃতের কপাল ভালো, কারণ দিনটা ছিল—
(ক) ঈদের
(খ) হোলির
(গ) দেওয়ালির
(ঘ) অমাবস্যার
১.৬২ “এসো আমরা কুস্তি লড়ি।”—কথাটি বলেছিল—
(ক) অমৃত (খ) ইসাব
(গ) রতন
(ঘ) কালিয়া
১.৬৩ গ্রামপ্রধান কার নাম দিলেন ‘বদল’?
(ক) অমৃতের
(গ) ইসাবের
(খ) কালিয়ার
(ঘ) সাহিলের
১.৬৪ গ্রামপ্রধান কার নাম দিলেন ‘অদল’?
(ক) কালিয়ার
(খ) অমৃতের
(গ) ইসাবের
(ঘ) সাদিপের
এখানে উত্তর দেখ–
১.৪৬ (গ) ইসাবের বাবাকে। ১.৪৭ (ক) রাস্তার মোড়ে। ১.৪৮ (গ) খাঁটি জিনিস কাকে বলে। ১.৪৯ (ঘ) বাহালি বউদি । ১.৫০ (ক) রায়। ১.৫১ (গ) কুস্তি লড়তে। ১.৫২ (খ) হোলির ৷ ১.৫৩ (গ)শান-বাঁধানো ফুটপাথে। ১.৫৪ (ক) নিম। ১.৫৫(ক) বন্ধুত্ব। ১.৫৬ (ঘ)ইসাব। ১.৫৭ (গ) ফতোয়া । ১.৫৮ (খ) কুস্তি লড়তে। ১.৫৯ (ক) ইসাবের বাবা। ১.৬০ (ঘ) হুঁকো। ১.৬১ (খ) হোলির। ১.৬২ (ঘ) কালিয়া। ১.৬৩ (গ) ইসাবের। ১.৬৪ (খ) অমৃতের।
অদল বদল mcq