general knowledge questions with answers teacj sanjib
general knowledge questions with answers teacj sanjib
general knowledge questions
Biology/Life sciences
general knowledge
প্রশ্নঃ। ছত্রাকের মধ্যে কোন্ জাতীয় পুষ্টি দেখা যায় ?
(ক) স্বভােজী (খ) পরভােজী
(গ) মৃতভােজী || (ঘ) বহুজীবী
উঃ (গ) মৃতভােজী
প্রশ্নঃ। যে উদ্ভিদ হরমােনটি কোষ বিভাজন ত্বরান্বিত করে সেটি হল—
ক) অক্সিন। (খ) জিবারেলিন
(গ) কাইনিন। || (ঘ) ডর্নিন
উঃ (গ) কাইনিন
প্রশ্নঃ। নীচের কোনটির মাধ্যমে জল ও খনিজ পদার্থ উদ্ভিদে সংবাহিত হয়?
(ক) প্যারেনকাইমা (খ) কোলেনকাইমা
(গ) ফ্লোয়েম (ঘ) জাইলেম
উঃ (ঘ) জাইলেম
প্রশ্নঃ। প্যাটেলা নীচের কোনটির শারীর সংস্থানিক নাম?
(ক) বাহুর একটি অস্থি (খ) উরুদেশের অস্থি
(গ) কলার বােন (ঘ) জানুসন্ধির অস্থি
উঃ (ঘ) জানুসন্ধির অস্থি
প্রশ্নঃ। চোখের দৃষ্টি ঠিক রাখার জন্য ভিটামিন দরকার
(ক) A ) (খ ) B (গ) C (ঘ) K
উঃ ( ক) A
প্রশ্নঃ।• ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি?
(ক) টোকোফেরল (খ) সায়ানিন
(গ) অ্যাসকরবিক অ্যাসিড (ঘ) কায়ানিন
উঃ (ক) টোকোফেরল
প্রশ্নঃ। পরাশ্রয়ী কিন্তু পরভােজী নয়-
(ক) অর্কিড (খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া (ঘ) ভাইরাস
উঃ (ক) অর্কিড
প্রশ্নঃ। কোটি উভয়লিঙ্গ?
(ক) কেঁচো || (খ) ফিতাকৃমি
(গ) চ্যাপ্টা কৃমি (ঘ) কোনটিই
উঃ (ক) কেঁচো
general trivia questions and answers
প্রশ্নঃ। নীচের ভিটামিনগুলির কোটি প্রজননে অত্যন্ত সহায়তা করে ?
(ক) ভিটামিন B,1 (খ) ভিটামিন B,2
(গ) ভিটামিন E (ঘ) ভিটামিন K
উঃ (গ) ভিটামিন
(ক) পেঁপে (খ) বেগুন
প্রশ্নঃ। নীচের কোটিতে এক প্রকোষ্ঠযুক্ত ডিম্বাশয় নেই ?
(ক) পেঁপে (খ) বেগুন (গ) সিম (ঘ) মটর
উঃ (খ) বেগুন
general knowledge ssc
প্রশ্নঃ। পাতার খণ্ডন প্রণালী অনুসারে নীচের কোনটির পাতাকে পক্ষবৎ খণ্ডিত শ্রেণীতে ফেলা যায় না?
(ক) চন্দ্রমল্লিকা (খ) কপি
(গ) আফিম (ঘ) মূলা
উঃ (ঘ) মূলা
প্রশ্নঃ। ক্ষুদ্রান্ত্রের বিচলন প্রক্রিয়া কোন্ ধরনের?
(ক) পেরিস্টলসিস (খ) সেগমেনুটিং (গ) পেন্ডুলার (ঘ) সব ক’টি
উঃ (ক) পেরিস্টলসিস
প্রশ্নঃ। শরীরে সাধারণতঃ কীসের অভাব ঘটলে মানুষের রাতকানা রােগ হয় ?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি
উঃ (ক) ভিটামিন এ
প্রশ্নঃ। নীচের কোনটি তাৎক্ষণিক প্রতিবর্তক্রিয়া নয়?
(ক) পলকপাত || (খ) ঘর্ম নির্গমন
(গ) লালা নির্গমন (ঘ) সূচবিদ্ধজনিত প্রক্ষেপণ
উঃ (ক) পলকপাত
প্রশ্নঃ। A গ্রুপের রক্তের পক্ষে কোন্ গ্রুপের রক্ত অনুপযােগী ?
(ক) A (খ) 0 (গ) B (ঘ) সব ক’টি
উঃ (গ) B
প্রশ্নঃ। • ডাইনােসর কোন শ্রেণিভুক্ত জীব?
(ক) সরীসৃপ (খ) স্তন্যপায়ী
(গ) পক্ষী (ঘ) উভচর
উঃ। (ক) সরীসৃপ
general knowledge in bengali
প্রশ্নঃ । মানুষের দেহকোষে ক্রোমােজোমের সংখ্যা কত?
(ক) 60 (খ) 72 (গ) 46 (ঘ) 34
উঃ (গ) 46
প্রশ্নঃ। লেবুতে নীচের কোন্ অ্যাসিডটি পাওয়া যায় ?
(ক) কার্বলিক অ্যাসিড (খ)সাইট্রিক অ্যাসিড (গ) অ্যাসকরবিক অ্যাসিড (ঘ) ল্যাকটিক অ্যাসিড
উঃ (খ)সাইট্রিক অ্যাসিড
প্রশ্নঃ। মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি ?
(ক) পিটুইটারি (খ) প্রস্টেট
(গ) লিভার (ঘ) থাইরয়েড
উঃ (গ) লিভার
প্রশ্নঃ। চার্লস ডারউইন কোন্ বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন ?
(ক) সংশ্লেষ তত্ত্ব (খ) ব্যবহার ও অব্যবহার তত্ত্ব (গ) প্রাকৃতিক নির্বাচনবাদ (ঘ) পরিবর্তনবাদ
উঃ (গ) প্রাকৃতিক নির্বাচনবাদ
প্রশ্নঃ। খাদ্যে প্রােটিনের অভাবে কোন্ রােগ সৃষ্টি হয়?
(ক) অ্যামিবায়ােসিস (খ) কোয়াশিওরকর
(গ) ক্যানসার (ঘ) ডায়াবেটিস
উঃ (খ) কোয়াশিওরকর
প্রশ্নঃ।। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাণ্ডের কার্য নয়?
(ক) বিটপের অবয়বের ভার বহন করা (খ) মাটি থেকে পাতায় জল পরিবহনে সহায়তা করা (গ) সবুজ বর্ণের হলে সালােক সংশ্লেষ করা (ঘ) মাটি থেকে জল ও খনিজ পদার্থ শােষণ করা
উঃ (ঘ) মাটি থেকে জল ও খনিজ পদার্থ শােষণ করা
প্রশ্নঃ। ডিম্বকের ত্বক পরিণতিতে হয়-
(ক) বীজাবরণ (খ) বীজ অন্তস্বক
(গ) বীজের মূল (ঘ) কোনটিই নয়
উঃ (ক) বীজাবরণ
প্রশ্নঃ। নিম্নলিখিত কোন প্রাণী শীতল শােণিতভুক্ত নয় ?
(ক) মাছ (খ) পাখি (গ) কুনাে ব্যাঙ (ঘ) সরীসৃপ
উঃ (খ) পাখি
প্রশ্নঃ। নিম্নলিখিত কোনটি যকৃতের কার্য নয় ?
(ক) রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা (খ) রক্ত সঞ্চিত করা (গ) জননকার্য করা
(ঘ) রক্ত শােষণ করা •
উঃ(গ) জননকার্য করা
gk questions
প্রশ্নঃ।। কোনটি বেরিবেরি রােগ দ্বারা প্রভাবিত হয় ?
(ক) শ্বাসতন্ত্র (খ)বৃক(গ) যকৃত (ঘ)স্নায়ুতন্ত্র
উঃ (ঘ)স্নায়ুতন্ত্র
প্রশ্নঃ। যে মূলগুলি প্রধান মূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ডের যে কোনও জায়গা থেকে উৎপন্ন হয় তাদের বলা হয় –
(ক) অংশুল মূল (খ) মূল শিকড় (গ) স্টিল্ট মূল (ঘ) অস্থানিক মূল
উঃ (ঘ) অস্থানিক মূল
প্রশ্নঃ। রক্তাল্পতা রােগের কারণ কী?
(ক) রক্তে শ্বেতকণিকার অপ্রাচুর্যতা (খ) রক্তে হিমােগ্লোবিনের অপ্রাচুর্যতা (গ) রক্তে অণুচক্রিকার অপ্রাচুর্যতা
(ঘ) রক্ত ঘনীভূত হলে
উঃ (খ) রক্তে হিমােগ্লোবিনের অপ্রাচুর্যতা
প্রশ্নঃ।। মূল নিম্নলিখিত কোটি বায়ুবাহিত পরাগ সংযােগকারী ফুলের বৈশিষ্ট্য নয়?
(ক) ছােট, সহজে দৃষ্টিগােচর হয় না, এমন ফুল (খ) বড় ফুল বা আকর্ষণীয় পুষ্পবিন্যাস (গ) পরাগধানী থেকে উৎপন্ন অত্যধিক পরিমাণ হালকা, মসৃণ পরাগরেণু (ঘ) এগুলির কোনটিই সঠিক নয়
উঃ (গ) পরাগধানী থেকে উৎপন্ন অত্যধিক পরিমাণ হালকা, মসৃণ পরাগরেণু
প্রশ্নঃ। ইউঘ্নিনা বংশবৃদ্ধি করে–
(ক) দ্বিখণ্ডিত বিভাজনের দ্বারা (খ) আনুষঙ্গিক বিভাজনের দ্বারা
(গ) যৌনজনন প্রক্রিয়ার মাধ্যমে (ঘ) কোনটিই নয়
উঃ (ক) দ্বিখণ্ডিত বিভাজনের দ্বারা
(খ) রক্তে হিমােগ্লোবিনের অপ্রাচুর্যতা (ঘ) রক্ত ঘনীভূত হলে
প্রশ্নঃ। শ্বাসনালী উন্মুক্ত হয়—
(ক) মুখগহ্বরে (খ) বক্ষগহ্বরে
(গ) পাকস্থলীতে (ঘ) গলবিলে
উঃ (ঘ) গলবিলে
প্রশ্নঃ কোন প্রাণী সালােকসংশ্লেষ করতে পারে ?
(খ) ইউগ্লিনা (গ) মানুষ (ঘ) গরু (ক) কেঁচো
উঃ। (খ) ইউগ্লিনা
প্রশ্নঃ। প্রতিগ্রাম অণু গ্লুকোজের মধ্যে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ থাকে ?
(ক) 686K-Cal (খ) 720K-Cal
(গ) 673 K-Cal (ঘ) 676K-Cal
উঃ (ক) 686K-Cal
প্রশ্নঃ। নিম্নের কোটি হিল বিকারক ?
(ক) PGA (খ) ATP (গ) RuDP (ঘ)NADP
উঃ (গ) RuDP
general knowledge quiz
প্রশ্নঃ। কোন উদ্ভিদে বেশি সালােকসংশ্লেষ হয় ?
(ক) ক্লোরেলা (খ) শৈবাল
(গ) আম (ঘ) মস্
উঃ (ক) ক্লোরেলা
প্রশ্নঃ। এনার্জি কারেন্সি কাকে বলে ?
(ক) ADP (31) NADP
(গ) ATP |NJ (ঘ) PGA
উঃ। (গ) ATP
general knowledge questions with answers
প্রশ্নঃ। গাছের রান্নাঘর বলা হয়—
(ক)কান্ডকে (খ) মূলকে
(গ) পাতাকে (ঘ) প্রশাখাকে
উঃ (গ) পাতাকে
প্রশ্নঃ। সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল
ক) মিউকর (খ) ফার্ন (গ) মস্ (ঘ) ক্লোরেলা
উঃ ক) মিউকর
প্রশ্নঃ। E. M. P.কথাটির সম্পূর্ণ নাম—
(ক) Emergency Magnetic Power (খ) Eastern Metropolitan (গ) Embden Meyerhof Parnas
(ঘ) Eternal Man Power
উঃ (গ) Embden Meyerhof Parnas
প্রশ্নঃ। ত্বক বা কিউটিকল কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ ?
(ক) আরশােলা (খ) মাছ (গ) মানুষ (ঘ) কেঁচো
উঃ ঘ) কেঁচো
প্রশ্নঃ। ফুসফুসের আবরণীকে বলে—
(ক) পুরা (খ) মধ্যচ্ছদা
(গ) পেরিকার্ডিয়াম (ঘ) সাইনাস ভেনােসাস
উঃ (ক) পুরা
প্রশ্নঃ। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে ?
(ক) আম (গ) সুন্দরী (খ) নারকেল(ঘ) কঁঠাল
প্রশ্নঃ। (গ) সুন্দরী
প্রশ্নঃ। ট্রাকিয়া কোন্ প্রাণীর শ্বাস অঙ্গ ?
(ক) অ্যামিবা (গ) জোঁক।(খ) ফড়িং (ঘ) মাকড়সা
উঃ ।(খ) ফড়িং
প্রশ্নঃ. পতঙ্গদের শ্বাসছিদ্রের সংখ্যা—
(ক) 8 জোড়া(খ) 10 জোড়া
(গ) 12 জোড়া (ঘ) 5 জোড়া
উঃ। খ) 10 জোড়া
gk questions with answers
প্রশ্নঃ। অবাত শ্বসনকারী প্রাণীটি হল—
(ক) কেঁচো(খ) গােলকৃমি (গ) আরশােলা (ঘ) শামুক
উঃ (খ) গােলকৃমি
প্রশ্নঃ । মানব দেহে কোন্ ভিটামিন সংশ্লেষিত হয় ?
(ক) A (খ) C (গ) B (ঘ) D
উঃ (ঘ) D
প্রশ্নঃ কোন্ ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ?
(ক) C (খ) K(গ) P(ঘ) B
উঃ (ঘ) B
প্রশ্নঃ. ট্রেস এলিমেন্ট হল—
ক) কার্বন(খ) লােহা (গ) বােরন (ঘ) পটাশিয়াম
উঃ (গ) বােরন
প্রশ্নঃ। রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
(ক) A খ) P(গ) B(ঘ) K
উঃ (ক) A
প্রশ্নঃ। . অ্যানিমিয়া কোন্ ভিটামিনের অভাবে হয় ?
(ক) B,1 (খ) C (গ) B,2 (ঘ) K
উঃ গ) B,2
প্রশ্নঃ। নখে কোন্ প্রােটিন থাকে?
(ক) অ্যাকটিন(খ) মায়ােসিন (গ) গ্লোবিউলিন (ঘ) কেরাটিন
উঃ (ঘ) কেরাটিন
প্রশ্নঃ। নীচের কোনটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ?
(ক) অ্যাড্রেনাল গ্রন্থি || (খ) থাইরয়েড
গ্রন্থি (গ) থাইমাস (ঘ) কর্পাস লুটিয়াম
উঃ (ক) অ্যাড্রেনাল গ্রন্থি
general knowledge questions with answers