general knowledge questions Constitution and Governance of India in bengali

general knowledge questions Constitution and Governance of India in bengali

general knowledge questions Constitution and Governance of India

 ভারতের সংবিধান ও শাসনব্যবস্থা 

general-knowledge-questions-Constitution-and-Governance-of-India-in-bengali

 

 

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

 

প্রশ্নঃ। ভারতীয় নাগরিকদের টি মৌলিক কর্তব্য আছে।

 

(ক) ছয় (খ) দশ(গ) আট(ঘ) নয় 

 

উঃ (খ) দশ

 

প্রশ্নঃ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত নিম্নলিখিতরূপে বর্ণিত —

 

(ক) সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

 (খ) সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র।

 (গ) গণতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজবাদী প্রজাতন্ত্র। 

(ঘ) সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 

 

উঃ (ক) সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

 

প্রশ্নঃ। ভারতীয় সংবিধানের কোন্ অংশে কল্যাণকামী রাষ্ট্রের তত্ত্ব পাওয়া যায় ? 

 

 (ক) মৌলিক অধিকার অংশে। (খ) প্রস্তাবনায় (গ) মৌলিক কর্তব্য অংশে।

ঘ) রাষ্ট্র কর্মপন্থার নির্দেশক নীতিসমূহে।

 

উঃ ঘ) রাষ্ট্র কর্মপন্থার নির্দেশক নীতিসমূহে।

 

 

প্রশ্নঃ  রাজ্যসভার কার্যমেয়াদ —

 

 

(ক) দু’বছরের (খ) পাঁচ বছরের (গ) চার বছরের (ঘ) এটি চিরকালীন সংগঠন।

 

উঃ ঘ) এটি চিরকালীন সংগঠন।

 

প্রশ্নঃ। ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে নীচের কোনটি ঠিক নয়?

 

(ক) রাষ্ট্রপতি পদের মতন একই ধরনের নির্বাচক সংস্থা কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। 

(খ) পদাধিকার বলে তিনি রাজ্যসভার সভাপতি হবেন।

 (গ) রাজ্যসভায় উপস্থিত সদস্যদের সংখ্যাধিক্যে গৃহীত প্রস্তাবে লােকসভা সম্মতি জানালেই কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদচ্যুত হতে পারেন।

(ঘ) রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রয়ােজনীয় যােগ্যতা না থাকলে কোন ব্যক্তি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না।

 

উঃ (ক) রাষ্ট্রপতি পদের মতন একই ধরনের নির্বাচক সংস্থা কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। 

 

প্রশ্নঃ। ভারতীয় সংসদীয় প্রথায় ছাঁটাই প্রস্তাব’ বলতে কী বােঝায়?

 

 (ক) আর্থিক বরাদ্দের দাবী হ্রাস করা। (খ) কোন আলােচ্য বিষয়ের সময় হ্রাস করা।

 (গ) কোন প্রস্তাবিত বিলের দৈর্ঘ্য হ্রাস করা। 

(ঘ) কোন অধিবেশনে প্রস্তাব সংখ্যা হ্রাস করা।

 

উঃ  (ক) আর্থিক বরাদ্দের দাবী হ্রাস করা।

 

 

প্রশ্নঃ। নীচের কোনটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নয়?

 

(ক) কপিরাইট  (খ) গ্যাস ও গ্যাস সংক্রান্ত কাজ (গ) লাইট হাউসেস  (ঘ) সংবাদপত্র সমূহের উপর কর

 

উঃ (গ) লাইট হাউসেস

 

general knowledge questions with answers

 

প্রশ্নঃ।। ভারতীয় সংবিধানে কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ? 

 

 (ক) বিজ্ঞানমনস্কতা (খ) সকলের প্রতি সমমর্যাদা প্রদর্শন (গ) বন ও বন্যপ্রাণীসংরক্ষণ (ঘ) সকল ধর্মের প্রতি সমমত পােষণ

 

উঃ (ঘ) সকল ধর্মের প্রতি সমমত পােষণ

 

প্রশ্নঃ।। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগপত্র জমা দেবেন? 

 

(ক) উপ-রাষ্ট্রপতিকে  (খ) প্রধানমন্ত্রীকে(গ) লােকসভার স্পীকারকে (ঘ) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে | 

 

উঃ (ক) উপ-রাষ্ট্রপতিকে

 

প্রশ্নঃ। সংবিধানে তারকা চিহ্নযুক্ত প্রশ্ন কথাটির অর্থ— 

 

 

(ক) প্রশ্নটির জরুরী ভিত্তিতে উত্তর দিতে হবে 

 (খ) প্রশ্নটির লিখিত উত্তর দিতে হবে

 (গ) প্রশ্নটির মৌখিক উত্তর দিতে হবে

 (ঘ) উপরের কোন একটিও নয়

 

উঃ (ক) প্রশ্নটির জরুরী ভিত্তিতে উত্তর দিতে হবে 

 

প্রশ্নঃ।।  লােকসভার সদস্য হতে হলে ন্যূনতম বয়স হওয়া উচিত –

 

(ক) ১৮ (খ) ২০ (গ) ২৫ | (ঘ) ৩৫

 

উঃ।। (গ) ২৫

 

প্রশ্নঃ।। ১৯৩৫ সালে ভারত সরকারের আইন অনুসারে ভারতবর্ষ কটি প্রদেশে বিভক্ত ছিল ? 

 

(ক) ৯ (খ) ১৩ (গ) ১১  (ঘ) ১৫

 

উঃ  (গ) ১১

 

প্রশ্নঃ।। ভারতীয় সংবিধানের কোন্ ধারায় কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা যায়? 

 

 (ক) ৩৫৬  (খ) ৩৫৫ (গ) ৩৫২ (ঘ) ১২৩

 

উঃ  (ক) ৩৫৬

 

প্রশ্নঃ।। ‘লােকাস স্ট্যান্ডি’ মানে কী ? 

 

(ক) নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। 

 (খ) পূর্বাহ্নে বিজ্ঞপ্তি না দিয়ে 

(গ) হস্তক্ষেপের অধিকার 

(ঘ) সমর্থন করা

 

উঃ (ক) নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে।

 

 

প্রশ্নঃ।। কোরাম কী ?

 

 (ক) সভার সিদ্ধতার জন্য ন্যূনপক্ষে যে কয়জন ব্যক্তির বা সভ্যের উপস্থিতি প্রয়ােজন 

(খ) গৃহমধ্যে অনুষ্ঠিত একধরনের খেলা (গ) কোন বস্তুর সাম্প্রতিক মূল্যমান

 (ঘ) কোনটিই নয়।

 

উঃ  (ক) সভার সিদ্ধতার জন্য ন্যূনপক্ষে যে কয়জন ব্যক্তির বা সভ্যের উপস্থিতি প্রয়ােজন 

 

প্রশ্নঃ। ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে রাষ্ট্রপতি জরুরী অবস্থা জারি করতে পারেন? 

 

(ক) ১৯ (খ) ৩৫৬ (গ) ৩৫২  (ঘ) ৩৫৫

 

উঃ (গ) ৩৫২

gk questions

 

প্রশ্নঃ।। ‘Ad hoc’ কথার অর্থ কী ? 

 

(ক) পূর্বের মতন (খ) অন্তবর্তী কালের জন্য (গ) তদর্থক (ঘ) সংযােজন করা

 

উঃ (গ) তদর্থক

 

প্রশ্নঃ।। ‘ জিরাে আওয়ার’ শব্দটি কোন্ বিষয়ে প্রযােজ্য?

 

 (ক) মধ্যরাত্রি ১২ টা 

(খ) আক্রমণাদির জন্য নির্দিষ্ট লগ্ন 

(গ) মৃত্যুর মুহূর্তে

(ঘ) যে সময় লােকসভার অধিবেশনের সমাপ্তি ঘােষিত হয় 

 

উঃ (ঘ) যে সময় লােকসভার অধিবেশনের সমাপ্তি ঘােষিত হয় 

 

প্রশ্নঃ। রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম কত বয়সের প্রয়ােজন হয় 

 

 (ক) ১৮ (খ) ৩০ (ঘ) ৪০  (গ) ২৫ ।

 

উঃ (খ) ৩০

 

প্রশ্নঃ।। ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছে ? 

 

(ক) ১৯৭৮, ২৬ শে জানুয়ারী  (খ) ১৯৫০, ২৬ শে জানুয়ারী (গ) ১৯৫০, ১৫ ই আগষ্ট | (ঘ) ১৯৪৭, ২ রা মে

 

উঃ (খ) ১৯৫০, ২৬ শে জানুয়ারী 

 

 

প্রশ্নঃ।।  সংবিধানের ৪২ তম সংশােধনটি গৃহীত হয়েছিল –

 

 (ক) ১৯৭৬ সালে (খ) ১৯৭৫ সালে

(গ) ১৯৭২ সালে। (ঘ) ১৯৭০ সালে

 

উঃ  (ক) ১৯৭৬ সালে

 

প্রশ্নঃ।।  অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল কত সালে? 

 

(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৫০ সালে

(গ) ১৯৪৬ সালে (ঘ) ১৯৫১ সালে

 

উঃ (গ) ১৯৪৬ সালে

 

প্রশ্নঃ।। গণপরিষদের সভাপতি ছিলেন ।

 

 (ক) গােবিন্দ বল্লভ পন্থ (খ) হরিবিষ্ণু কামাথ 

(গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ • (ঘ) বল্লভভাই প্যাটেল

 

উঃ (গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ

 

প্রশ্নঃ ।। সংবিধান রচনা শেষ এবং সংবিধান গৃহীত হয়েছিল 

 

(ক) ১৯৪৭, ২০ শে অক্টোবর (খ) ১৯৪৯, ২৬ শে নভেম্বর (গ) ১৯৫০, ২৩ শে জানুয়ারী (ঘ) ১৯৪৮, ২৬ শে জানুয়ারী

 

উঃ (খ) ১৯৪৯, ২৬ শে নভেম্বর 

 

 প্রশ্নঃ। সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি ছিলেন 

 

(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ (খ) বল্লভভাই প্যাটেল (গ) পণ্ডিত জওহরলাল নেহেরু (ঘ) ডঃ আম্বেদকর 

 

উঃ (ঘ) ডঃ আম্বেদকর

 

জি কে প্রশ্ন

 

প্রশ্নঃ।।  গণপরিষদে কমিউনিষ্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য ছিলেন

 

 (ক) সােমনাথ লাহিড়ী (খ) প্রফুল্ল ঘােষ –

(গ) জ্যোতি বসু (ঘ) এস. এ. ডাঙ্গে

 

উঃ।।  (ক) সােমনাথ লাহিড়ী

 

প্রশ্নঃ।। ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর সংবিধান রচনা শেষ হলে যে সদস্যরা তাতে স্বাক্ষর করেন তাঁদের সংখ্যা ছিল –

 

(ক) ২৯১  (খ) ২৮৪ (গ) ২৮০ (ঘ) ২০৫

 

উঃ (খ) ২৮৪

 

 প্রশ্নঃ।।  ভারতের সংবিধান রচনার জন্য নিযুক্ত গণপরিষদের করদ রাজ্যগুলির ন্যূনতম প্রতিনিধি সংখ্যা ছিল।

 

(ক) ১০১ (খ) ৯২ (গ) ১০০ (ঘ) ৯৩ ।

 

উঃ (ঘ) ৯৩

 

 প্রশ্নঃ।। ক্যাবিনেট মিশন পরিকল্পনার তত্ত্বাবধানে গঠিত সংবিধান পরিষদের সদস্য সংখ্যা ছিল— 

 

(ক) 389 জন | (খ) 411 জন। (গ) 298 জন (ঘ) 447 জন 

 

উঃ (ক) 389 জন

 

প্রশ্নঃ।।  ১৯৪৭ সালে ১৪ই আগষ্টের পর স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনার দায়িত্ব গণপরিষদের যে অংশের ওপর পড়েছিল তার সদস্যসংখ্যা ছিল

 

(ক) ২৯৯  (খ) ২৯৮ (গ) ২৯৬ (ঘ) ২৯৭

 

উঃ (ক) ২৯৯

 

প্রশ্নঃ।।  ভারতের সংবিধান রচনার জন্যে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল

 

(ক) ১৯৪৬, ৯ ই ডিসেম্বর | (খ) ১৯৪৭, ২৬ শে নভেম্বর (গ) ১৯৪৫, ১ লা মে (ঘ) ১৯৪৪, ২০ শে অক্টোবর

 

উঃ (ক) ১৯৪৬, ৯ ই ডিসেম্বর

 

প্রশ্নঃ। ভারতের সংবিধানে সংবিধান সংশােধন সংক্রান্ত ধারা 

 

(ক) ৩৬৮  (খ) ৩৫৮ (গ) ৩৪০ (ঘ) ৩৫৭

 

উঃ (ক) ৩৬৮

 

প্রশ্নঃ । ভারতের সংবিধানের প্রস্তাবনায় চারটি নীতির কথা যেভাবে বলা হয়েছে।

 

 (ক) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব

 (খ) সাম্য, স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব

 (গ) স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব, সাম্য

 (ঘ) সৌভ্রাতৃত্ব, সাম্য, ন্যায়, স্বাধীনতা 

 

উঃ (ক) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব

 

general knowledge quiz

 

প্রশ্নঃ । ক্যাবিনেট মিশন পরিকল্পনা কত সালে ঘােষণা করা হয় ?

 

(ক) ১৯৪৭ সালের ১৬ ই মে

 (খ) ১৯৪৫ সালের ১৬ ই মে

 (গ) ১৯৪৮ সালের ১৬ ই মে 

(ঘ) ১৯৪৬ সালে ১৬ ই মে 

 

উঃ (ঘ) ১৯৪৬ সালে ১৬ ই মে।

প্রশ্নঃ । সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন ? 

 

(ক) জহরলাল নেহেরু (খ) গান্ধিজি  (গ) এম. এন. রায়   (ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ

 

উঃ   (গ) এম. এন. রায়

 

 

প্রশ্নঃ। সংবিধান হ’ল —

 

(ক) রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন

 (খ) কতগুলি সরকারী আইন

(গ) কতগুলি সাধারণ আইন

(ঘ) কতগুলি অর্থ সংক্রান্ত আইন

 

উঃ  (ক) রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন

 

প্রশ্নঃ। ভারতীয় সংবিধান মােট কতবার সংশােধিত হয়েছে ? 

 

(ক)৭৬ বার (খ) ৭৪ বার (গ) ৮৫ বার (ঘ) ৭৯ বার 

 

উঃ (গ) ৮৫ বার

 

প্রশ্নঃ। কোন্ সংবিধান সংশােধনীতে ভােটদাতাদের বয়স ২১ থেকে ১৮ করা হয়েছে ? 

 

(খ) ৬০ তম ক) ৪৯ তম (গ) ৬১ তম (ঘ) ৬২ তম 

 

উঃ ঘ) ৬২ তম 

 

প্রশ্নঃ। ভারতবর্ষে স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 

 

(ক) ১৯৫০, ২৭ শে এপ্রিল (খ) ১৯৫০, ২৬ শে জানুয়ারী (গ) ১৯৫৩, ২৬ নভেম্বর (ঘ) ১৯৪৭, ১৫ ই আগষ্ট 

 

উঃ (খ) ১৯৫০, ২৬ শে জানুয়ারী

 

 

প্রশ্নঃ। ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন 

 

(ক) জওহরলাল নেহরু | (খ) সুভাষচন্দ্র বসু (গ) ডক্টর আম্বেদকর (ঘ) ডক্টর রাজেন্দ্র প্রসাদ

 

উঃ (ক) জওহরলাল নেহরু

 

প্রশ্নঃ। ভারতের সংবিধানের খণ্ড সংখ্যা।

 

(ক) ২১ (খ) ২৩ (গ) ২২ | (ঘ) ১৯

 

উঃ (গ) ২২

 

প্রশ্নঃ । ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে সংবিধানের উৎস-

 

(ক) আমরা ভারতবর্যের জনসাধারণ

(খ) গণপরিষদের সভাপতি

(গ) সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সদস্যগণ

(ঘ) সংবিধান রচনার খসড়া কমিটি 

 

উঃ (ক) আমরা ভারতবর্যের জনসাধারণ

general knowledge questions

প্রশ্নঃ / ৪২ তম সংশােধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ’ শব্দদুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যােগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 

 

(ক) জওহরলাল নেহরু (খ)গুলজারিলাল নন্দ (গ) ইন্দিরা গান্ধী (ঘ) বিশ্বনাথ প্রতাপ সিং

 

উঃ (গ) ইন্দিরা গান্ধী

 

প্রশ্নঃ ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর অর্থ-

 

(ক) এখানে কোন ধর্মাচরণই নিষিদ্ধ নয়

(খ) রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার, কাজেই ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভেদাভেদ করা যায় না।

(গ) রাষ্ট্র ধর্মগুলির পৃষ্ঠপােষকতা করে (ঘ) এর কোনটিই নয়

 

উঃ (খ) রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার, কাজেই ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভেদাভেদ করা যায় না।

general trivia questions and answers

প্রশ্নঃ । ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে

 

(ক) অনমনীয় দুষ্পরিবর্তনীয়

 (খ) নমনীয়

(গ) অংশত নমনীয়, অংশত অনমনীয়

(ঘ) খুবই অনমনীয় অতীব দুষ্পরিবর্তনশীল

 

উঃ (গ) অংশত নমনীয়, অংশত অনমনীয়

 

প্রশ্নঃ। রাজ্য সরকারের পরিচালনা নীতি ভারতীয় সংবিধানের কোন্ খণ্ডে উল্লিখিত রয়েছে ? 

 

(ক) দ্বিতীয় খণ্ডে (খ) তৃতীয় খণ্ডে (গ) চতুর্থ খণ্ডে (ঘ) ষষ্ঠ খণ্ডে 

 

উঃ ঘ) ষষ্ঠ খণ্ডে

 

প্রশ্নঃ। নীচের কোন্ পরিচালন নীতিটি সারা ভারতে প্রযােজ্য ?

 

(ক) মহিলা এবং পুরুষ সকলের সমান মজুরী (খ) অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা (গ) গ্রাম পঞ্চায়েত প্রতিস্থাপন (ঘ) বেকারত্বের ত্রাণ।

 

উঃ (খ) অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা

 

general knowledge questions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *