General Knowledge

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর competitive exams-Teacj Sanjib

 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর competitive exams-Teacj Sanjib

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিউ

 

প্রশ্নঃ। সালােক সংশ্লেষ উৎপন্ন করে-

 

(a) প্রোটিন ] (b) ফ্যাট পদার্থ c) সুগার (শর্করা) (d) জৈব পদার্থ

 

Ans.c) সুগার (শর্করা)

 

প্রশ্নঃ। পরিবেশ গঠিত হয়—

 

(a) কেবলমাত্র সজীব উপাদান দ্বারা 

(b) সজীব ও অজীব উভয় উপাদান দ্বারা |(c) উপরিউক্ত কোনাে উপাদান দ্বারাই নয়

(d) উপরিউক্ত সবকটি উপাদান দ্বারাই

 

Ans.(b) সজীব ও অজীব উভয় উপাদান দ্বারা

জেনারেল-নলেজ-প্রশ্ন-ও-উত্তর-competitive-exams-Teacj-Sanjib

 

 প্রশ্নঃ। পৃথিবীর উৎপত্তি হয়েছিল আনুমানিক-

 

 (a) হাজার কোটি বছর আগে(b) পাঁচশাে কোটি বছর আগে (c) দুশাে কোটি বছর আগে (d) উপরিউক্ত কোনটিই সঠিকনয় ।

 

Ans. B

 

প্রশ্নঃ। ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়

 

(a) নদী ও স্থলের অন্তর্বর্তী স্থানে (b) স্থল ও হ্রদের অন্তর্বর্তী স্থানে (c) স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে (d) উপরিউক্ত কোনটিই নয় 

 

Ans.(c) স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে

 

প্রশ্নঃ।  মিনামাটা রােগ হয়েছিল—

 

 (a) আরসেনিকের জন্য (b) মারকারীর জন্য (c) লেডের জন্য (d) লােহার জন্য

 

Ans. (b) মারকারীর জন্য 

 

 

প্রশ্নঃ। পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয়-

 

(a) প্রজাতির বৃদ্ধির দ্বারা || (b) জনগােষ্ঠীর বৃদ্ধির দ্বারা (c) সমবায়ের বৃদ্ধির দ্বারা (d) উদ্ভিদের বৃদ্ধির দ্বারা

 

Ans. (a) প্রজাতির বৃদ্ধির দ্বারা

 

 

প্রশ্নঃ। মানবদেহে ম্যালেরিয়া রােগ বাহিত হয়-

 

(a) স্ত্রী অ্যানােফিলিস দ্বারা (b) পুরুষ অ্যানােফিলিস দ্বারা (c) পুরুষ কিউলেক্স দ্বারা (d) স্ত্রী কিউলেক্স দ্বারা

 

 

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022

 

প্রশ্নঃ। (a) স্ত্রী অ্যানােফিলিস দ্বারা

 

৪) গ্রীনহাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাসটি হল-

 

(a) মিথেন(b) নাইট্রাস অক্সাইড (c) কার্বন ডাই-অক্সাইড  (d) অক্সিজেন 

 

Ans.(c) কার্বন ডাই-অক্সাইড

 

প্রশ্নঃ।।  বর্তমানে ওজোন আবরণের ক্ষতির কারণ হল—

 

 (a) হাইড্রোজেন আয়ন (b) ক্লোরােফ্লুরাে কার্বন (c) সালফিউরিক অক্সাইড (d) অক্সিজেন।

 

Ans. (b) ক্লোরােফ্লুরাে কার্বন 

 

 

প্রশ্নঃ। অনাবশ্যক উত্তেজনা, অস্থিরতা, মাথা ধরা, মনঃসংযােগ হ্রাস, উচ্চ  হ্রাসের সম্ভাব্য কারণ হল

 

(a) বায়ুদূষণ।(b) শব্দদূষণ। (c) জলদূষণ (d) ভূমিদূষণ

 

Ans. (a) বায়ুদূষণ।

 

প্রশ্নঃ। নিম্নলিখিত কোন্ মিথােজীবি ব্যাকটিরিয়া বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে?

 

(a) রাইজোবিয়াম SP (b) ক্লসট্টিডিয়াম SP (c) নাইট্রোব্যাকটর SP (d) নাইট্রোসােমমানস

 

Ans.(a) রাইজোবিয়াম SP

 

প্রশ্নঃ। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ-

 

 (a) শতকরা 50 ভাগ (b) শতকরা ৪০ ভাগ(c) শতকরা 30 ভাগ (d) শতকরা 70 ভাগ

 

Ans. (d) শতকরা 70 ভাগ

 

প্রশ্নঃ।। 1984 সালে ভারতের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 

 

(a) বােম্বেতে (b) কলকাতায়

(c) ভূপালে | (d) ব্যাঙ্গালােরে

 

Ans. (c) ভূপালে

 

প্রশ্নঃ।। অনুমান করা হয় পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছিল আনুমানিক-

 

 (a) 250 কোটি বছ পূর্বে (b) 350 কোটি বছর পূর্বে (c) 450 কোটি বছ পূর্বে (d) 750 কোটি বছর পূর্বে

 

Ans. 350 কোটি বছর পূর্বে

 

প্রশ্নঃ। পােলিওমাইলাইটিস রােগের কারণ হল— 

 

(a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া

(c) ফাংগাস (d) কোনটিই নয়

 

Ans. (c) ফাংগাস

 

প্রশ্নঃ।। বাৱােলজিকাল অক্সিজেন ডিমান্ড’ দ্বারা পরীক্ষা করা হয়— 

 

(a) মাটিকে (b) জলকে(c)বাযুকে (d) জীবকুলকে

 

Ans. (b) জলকে।

 

প্রশ্নঃ।. চিপকো আন্দোলনের উদ্ভব হয়-

 

 (a) কর্ণাটকে(b) তামিলনাড়ুতে (c) উত্তরপ্রদেশে (d) আসামে

 

Ans. (c) উত্তরপ্রদেশে

 

 

প্রশ্নঃ ।। 1992 সালে। বসুন্ধরা সম্মেলন হয়েছিল— (a) মেক্সিকোতে (b) বেলজিয়ামে(c) ব্রাজিলে (d) চীনে

 

Ans.(d) চীনে

 

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর mcq

 

প্রশ্নঃ।। ভারতে কোন্ আইন দ্বারা বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত?-

 

 (a) ফরেস্ট অ্যাক্ট (b) পুলিশ অ্যাক্ট

(c) পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট [v] (d) এয়ার পলিউসন অ্যাক্ট 

 

Ans. (c) পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট

 

প্রশ্নঃ।। পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায়—

 (a) বায়ুমণ্ডলে (b) অশ্বমণ্ডলে

(c) জলমণ্ডলে  (d) জীবমণ্ডলে

 

Ans.(c) জলমণ্ডলে

 

 

প্রশ্নঃ।। সাংস্কৃতিক নৃবিজ্ঞানকে ভাগ করা যায়— 

 

(a) পাঁচ ভাগে (b) তিন ভাগে(c) চার ভাগে (d) সাত ভাগে

 

Ans. (b) তিন ভাগে

 

প্রশ্নঃ।। পৃথিবীর এই শ্রেষ্ঠ জীবের আবির্ভাবের সূচনা হয়—

 

 (a) টেমেনিও প্রাণীর মাধ্যমে (b) হােমেনিও প্রাণীর মাধ্যমে(c)ডেমােনিও প্রাণীর মাধ্যমে (d) লেমােনিও প্রাণীর মাধ্যমে

 

Ans.(b)হােমেনিও প্রাণীর মাধ্যমে

 

প্রশ্নঃ. নয়নতারা গাছ থেকে ক্যানসারের দুটি ওষুধ— 

 

 

 (a) ভিনটিন ও ভিন্যাসটিন (b) ভিনটিন ও প্যারাসিটামল  (c)ভিন্যাসটিন ও কুইনাইন  (d) কোনোটিই নয়

 

Ans. (a) ভিনটিন ও ভিন্যাসটিন

 

প্রশ্নঃ. নতুন শতাব্দীতে পৃথিবীতে যে সমস্যা এক ভয়াবহ আকার ধারণ করবে, তা হল-

 

(a) জনসংখ্যা বিস্ফোরণ  (b) ভূকম্প

(c) বৃষ্টিপাত (d) অগ্ন্যুৎপাত

 

Ans  (a) জনসংখ্যা বিস্ফোরণ

 

 

প্রশ্নঃ. বারি জীবমণ্ডল গঠিত হয়

 

(a) জলে অবস্থিত জীবদের নিয়ে (b) ভূ-স্তরের ভেতর অবস্থিত জীবদের নিয়ে (c) সমস্ত জীবদের নিয়ে(d) বায়ুতে অবস্থিত জীবদের নিয়ে

 

Ans. (a) জলে অবস্থিত জীবদের নিয়ে

 

প্রশ্নঃ।। স্বাভাবিকের তুলনায় 50% কম বৃষ্টিপাত হলে তাকে বলা হয়—

 

 (a) মধ্যম খরা (b) সামান্য খরা (c) সাধারণ খরা (d) প্রকট খরা

 

Ans. (d) প্রকট খরা

 

 

জেনারেল নলেজ কুইজ

 

প্রশ্নঃ. বৈজ্ঞানিকদের মত অনুযায়ী মৃত্তিকার স্তরগুলিকে ভাগ করা হয়—

 

 (a) 4টি হরাইজনে (b) 3টি হরাইজনে (c) 5টি হরাইজনে (d) 7টি হরাইজনে

 

Ans. (c)  5টি হরাইজনে

 

প্রশ্নঃ।। ভারতবর্ষে জনপ্রতি অরণ্যের পরিমাপ-

 

 (a) 0:2 হেক্টর (b) 0:1 হেক্টর (c) 0.5 হেক্টর (d) 06 হেক্টর

 

Ans. (b) 0:1 হেক্টর

 

প্রশ্নঃ।  জলাভূমির ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়—

 

 (a) 1965, পাকিস্তানে। (b) 1971, ইরানে 1975, আমেরিকা যুক্তরাষ্ট্রে (c) 1967, (d) মার্কিন যুক্তরাষ্ট্রে 

 

প্রশ্নঃ।।  আয়াবাড়িতে পরীক্ষামূলক ভাবে বনরক্ষার কাজ শুরু হয়— 

 

(a) 1971-72 সালে (b) 19S2-83 সালে (c) 1962-03 সালে (d) 1973-74 সালে

 

Ans. (a) 1971-72 সালে

 

প্রশ্নঃ।। . সুন্দরবনকে Biosphere Reserve বলে ঘােষণা করা হয়— 

 

(a) 1989 সালে [ (b) 1988 সালে (c) 1981 সালে (d) 1970 সালে

 

Ans. (a) 1989 সালে

 

প্রশ্নঃ।।  আয়াবাড়ী ইন্দিরা বৃশমিত্র পুরস্কার পায়— 

 

(a) 1996 সালে (b) 1987 সালে(c) 19S2সালে (d) 1986 সালে

 

Ans. (b) 1987 সালে

 

প্রশ্নঃ।।  প্রথম সপুষ্পক গাছের আবির্ভাব হয়—

 

(a) 6:5 কোটি বছর আগে (প্রায়) (b) 13.5 কোটি বছর আগে (প্রায়)

(c) 4-5 কোটি বছর আগে (প্রায়) (d) 12 কোটি বছর আগে (প্রায়)

 

Ans. (b) 13.5 কোটি বছর আগে (প্রায়

 

 প্রশ্নঃ।। প্রথম মাছের উদ্ভব হয়—

 

(a) প্যালিওজোয়িক যুগে (b) মেসােজোয়িক যুগে (c) কেননাজোয়িক যুগে (d) প্লাইসটোসিন যুগে

 

Ans. (a) প্যালিওজোয়িক যুগে

 

প্রশ্নঃ।। ডারউইনের ‘The Origin of Spices’ গ্রন্থটি প্রকাশিত হয়—

 

 (a) 1859 সালে (b) 1970 সালে

(c) 1854 সালে ] (d) 1860 সালে

 

Ans.  (a) 1859 সালে

 

প্রশ্নঃ।।‘কোয়াসারভেট’ নামটি প্রথম ব্যবহার করেন-

 

(a) বিজ্ঞানী হেবে ‘ল (b) বিজ্ঞানী মিলার

(c) বিজ্ঞানী ওপারিন [ (d) বিজ্ঞানী সিডনিফক্স

 

জেনারেল নলেজ পরিবেশ বিজ্ঞান

 

Ans. (c) বিজ্ঞানী ওপারিন

 

প্রশ্নঃ।। হােমাে হ্যাবিলিস মানুষের জীবাশ্ম আবিষ্কার করেন— 

 

(a) মিলার (b) লুইসলিকি (C) হেবেল (d) ওপারিন। 

 

Ans. (b) লুইসলিকি

 

 

প্রশ্নঃ।।  সমুদ্রজলের দৈনিক উষ্ণতার গড় প্ৰসর—

 

 (a) প্রায় 1°C (b) প্রায় 5°C

(c) প্রায় 4°C (d) প্রায় 2°C

 

Ans.  (a) প্রায় 1°C

 

 

প্রশ্নঃ।। পৃথিবীতে মােট প্রাপ্ত জলের কতটা ভৌম জল?

 

 (a) প্রায় 97% (b) প্রায় 2:15% (c) প্রায় 0-31%  (d) প্রায় 40:01%

 

Ans. c) প্রায় 0-31%

 

প্রশ্নঃ।. ভূ-পৃষ্ঠের কতটা জায়গা বারিসমুদ্রের অন্তর্গত ?

 

 (a) প্রায় 71:4% (b) প্রায় 71:8% (c) প্রায় 20.9% (d) প্রায় 10%

 

Ans. (b) প্রায় 71:8%

 

প্রশ্নঃ।।. রক্ত জমাট বাঁধায় সাহায্য করে-

 

 (a) অণুচক্রিকা (b) শ্বেত কণিকা (c) বাতাস (d) অধিক শৈত্য

 

Ans.  (a) অণুচক্রিকা

 

প্রশ্নঃ।।. রক্ত কণিকা কয় প্রকারের ? 

 

(a) দু’প্রকারের (b) চার প্রকারের।

(c) তিন প্রকারের  (d) সাত প্রকারের

 

Ans. (c) তিন প্রকারের

 

প্রশ্নঃ।। নিম্নলিখিত দূষণের মধ্যে কোনটি সর্বশেষ বিধিবদ্ধ হয়েছে?

 

 (a) শব্দদূষণ  (b) বায়ুদূষণ

(c) দৃশ্যদূষণ।  (d) ভূমিদূষণ

 

Ans. (c) দৃশ্যদূষণ

 

প্রশ্নঃ।।. জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়-

 

(a) 28শে ফেব্রুয়ারী (b) 26শে

জানুয়ারী (c) 25শে আগস্ট  (d) 15ই এপ্রিল

 

Ans. (a) 28শে ফেব্রুয়ারী

 

প্রশ্নঃ।. প্রকৃতির যে সমস্ত উপাদান মানুষের অভাব বা চাহিদা মেটাতে সক্ষম হয় তাদের বলে- 

 

(a) প্রাকৃতিক সম্পদ ] (b) মানবিক সম্পদ (c) সামাজিক সম্পদ (d) জৈব সম্পদ

 

Ans. (a) প্রাকৃতিক সম্পদ

 

প্রশ্নঃ।। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কোন্ তারিখে?

 

 (a) 5ই জুন  (b) 5ই আগস্ট (c) 1লা জানারী (d) ৭ই জানুয়ারী

 

Ans.  (a) 5ই জুন

 

প্রশ্নঃ।।  পরিবেশ সুরক্ষা আইনটি প্রণয়ন করা হয— 

 

(a) 1980 সালে (b) 1986 সালে

(c) 1990 সালে (d) 1995 সালে

 

Ans. (b) 1986 সালে

 

প্রশ্নঃ।. ভিয়েনা সম্মেলনে যােগ দিয়েছিল কটি দেশ ?

 

 (a) 170 টি (b) 171 টি (c) 200 টি

(d) 107 টি

 

Ans. b) 171 টি

 

প্রশ্নঃ।।. ইউনেসকোর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছে? 

 

(a) লণ্ডনে  (b) নিউইয়র্কে (c) প্যারিসে  (d) রােমে

 

Ans. (c) প্যারিসে

 

ssc জেনারেল নলেজ

 

 

প্রশ্নঃ।।  তেহরি বাঁধ প্রকল্প রূপায়িত হলে যে কয়টি গ্রাম জলে নিমজ্জিত হবে তার সংখ্যা –

 

  (a) 100 টি (b) 60 টি (c) 75 টি (d) 90 টি

 

Ans.  (a) 100 টি

 

 

প্রশ্নঃ. ইন্দ্রাবতী প্রকল্প রূপায়িত হলে যে পরিমাণ মানুষ বিস্থাপিত হবেন, তা হ’ল—

 

 (a) 12.000 (b) 10,000 (c) 15.000 (d) 20,OOO 

 

Ans. c) 15.000

 

প্রশ্নঃ।. সরকারি মতে নর্মদা ভ্যালি প্রজেক্টে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, তা হ’ল— 

 

(a) 1.000 (b) 1,450 (c) 1.2om (d) 1,400 

 

Ans. (b) 1,450

 

প্রশ্নঃ। সিংগ্ৰোলী সুপার থার্মাল পাওয়ার স্টেশনটি স্থাপিত হয়েছে 

 

(a) মধ্যপ্রদেশে (b) হরিয়ানাতে (c) উত্তরপ্রদেশে (d) মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে 

 

Ans. (d) মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে

 

প্রশ্নঃ। চিপকো আন্দোলন শুরু হয়েছিল কত সালে?

 

 (a) 1973 সালে। (b) 1974 সালে (c) 1975 সালে (d) 1916 সালে

 

Ans. (a) 1973 সালে

 

 প্রশ্নঃ। . সাইরেনের শব্দমাত্রা হল- 

 

Ans.(b) 140 ডেসিবেল

 

প্রশ্নঃ। . যে ডেসিবেল মাত্রা কাছাকাছি শব্দ শ্রবণ ইন্দ্রিয়ের অবসাদ সৃষ্টি করে, তা হল—

 

 (a) 50 (b) 60 (c) 90 (d) 70

 

Ans. (c) 90

 

প্রশ্নঃ। .নীচের কোন্ রােগটি মশার দ্বারা সৃষ্ট নয়? 

 

(a) এপিডেমিক টাইফয়েড [(b) ফাইলেরিয়া (c) ডেঙ্গুজ্বর 0 (d) ম্যালেরিয়া 

 

Ans. (a) এপিডেমিক টাইফয়েড

 

প্রশ্নঃ।।.ভারতে বর্তমানে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়—

 

 (a) 250রকম (b) 220রকম (c) 300রকম (d) 400 রকম

 

Ans.  (a) 250রকম

 

 প্রশ্নঃ।. যে অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 – 200 cm. -এর মধ্যে তাকে বলে— 

 

(a) নিম্ন বৃষ্টিপাত অঞ্চল  (b) মধ্যম বৃষ্টিপাত অঞ্চল (c) অত্যঙ্গ বৃষ্টিপাত অঞ্চল (d) অধিক বৃষ্টিপাত অঞ্চল

 

Ans. (b) মধ্যম বৃষ্টিপাত অঞ্চল

 

 প্রশ্নঃ।। .ভারতবর্বে ক্ষুদ্র নদীতন্ত্র আছে-

 

(a)10টি (b) 60 টি (c)55টি (d)30টি

 

Ans. (c)55টি

 

 

প্রশ্নঃ।। .ভারতের ভূপৃষ্ঠ জলপ্রবাহের উল্লেখযােগ্য নদীয়ন্ত্রের সংখ্যা—

 

(a)8টি (b) 14 টি c)16টি (d) 10 টি 

 

Ans. (b) 14 টি

 

 

প্রশ্নঃ।।.কার্বন মনােক্সাইডের গড় উপস্থিতির সময় – 

 

(a) 6 ঘণ্টা (b) 8 ঘণ্টা (c) 4 ঘণ্টা (d) 12 ঘণ্টা 

 

Ans. (b) 8 ঘণ্টা

 

প্রশ্নঃ।. মিস্টের তরলকণার আকৃতি – 

 

(a) 5 মাইক্রনের কম (b) 10 মাইক্রনের কম (c) 2 মাইক্রনের কম (d) 4 মাইক্রনের কম 

 

Ans. (b) 10 মাইক্রনের কম

 

প্রশ্নঃ।। .আগ্নেয়গিরি হ’ল একটি- 

 

(a) প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বায়ুদূষক (b) গ্যাসীয় বায়ুদূষক (c) কণজাতীয় বায়ুদূৰক (d) মনুষ্যসৃষ্ট বায়ুদূষক

 

Ans. (a) প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বায়ুদূষক

 

 প্রশ্নঃ।।.এখনও পর্যন্ত চিহ্নিত হয়েছে-

 

(a) 100 টির বেশি বায়ুদূষক | (b) 40 টি বায়ুদূষক (c) 105 টি বায়ুদূষক (d) 50 টি বায়ুদূষক 

 

Ans. (a) 100 টির বেশি বায়ুদূষক

 

 

প্রশ্নঃ।।. ভারতে বর্তমান জনসংখ্যার কত শতাংশ প্রজননক্ষম? 

 

(a) 60 ভাগ (প্রায়) (b) 65 ভাণi (প্রায়) (c) 50 ভাগ (প্রায়) 0 (d) 45 ভাগ (প্রায়) 

 

Ans. (a) 60 ভাগ (প্রায়

 

 

প্রশ্নঃ।। পৃথিবীতে মােট অরণ্যের পরিমাণ-

 

 (a) 230 কোটি হেক্টর (b) 237 কোটি হেক্টর (c) 240 কোটি হেক্টর (d) 247 কোটি হেক্টর 

 

Ans.(b) 237 কোটি হেক্টর

 

প্রশ্নঃ।। .ভারতে কত প্রজাতির উদ্ভিদ রয়েছে? 

 

(a) 45,000 প্রজাতি  (b) 20,000প্রজাতির (c) 30.000প্রজাতির 0 (d) 25.0OO প্রজাতির 

 

Ans. (a) 45,000 প্রজাতি

 

 

প্রশ্নঃ।।. ভারতবর্যে জমির পরিমাণ (প্রায়)-

 

 (a) 35 কোটি হেক্টর  (b) 10 কোটি হে (c) 32.) কোটি হেক্টর | (d) 60.1 কোটি হেক্টর

 

Ans. c) 32. কোটি হেক্টর

 

 

 প্রশ্নঃ তুন্দ্রা বায়ােম অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা

 

 (i) – 35℃ | (b) -45 ℃ (c) -24℃(C | (d) -60.1℃

 

Ans.  (i) – 35℃

 

 

প্রশ্নঃ।। ভারতে মােট ব্যবহৃত জলের কত শতাংশ কৃষিকাজে ব্যবহার করা হয়— 

 

(a) 80% (b) 30% (c)90% (d) 40%

 

 

প্রশ্নঃ।।. ওজোন ছিদ্র প্রথম আবিষ্কৃত হয় কত সালে ?

 

 (a) 1950 সালে (b) 1995 সালে(c) 1990 সালে (d) 1990 সালে 

 

Ans. (b) 1995 সালে

 

প্রশ্নঃ।. মেঘালয় হল একটি – 

 

 (a) নিম্ন বৃষ্টিপাত অঞ্চল (b) তাত্যল্প

বৃষ্টিপাত অঞ্চল (c) মাঝারি বৃষ্টিপাত অঞ্চল (d) অধিক বৃষ্টিপাত অঞ্চল

 

Ans  (d) অধিক বৃষ্টিপাত অঞ্চল

 

প্রশ্নঃ।। কেন্দ্রীয় দূষণ প্রতিরােধ বাের্ড স্থাপিত হয়েছিল—

 

 (a) 1980 সালে (b) 1995 সালে।(c) 1988 সালে (d) 1946 সালে

 

Ans. (b) 1995 সালে

 

 

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২

 

প্রশ্নঃ।। নিম্নলিখিত কোন দেশটি সাউথ এশিয়ার কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রােগ্রামের অন্তর্ভুক্ত নয়-

 

 (a) আফগানিস্তান (c) ভারত (b) মালদ্বীপ (d) পাকিস্তান। 

 

প্রশ্নঃ।।b) মালদ্বীপ

 

প্রশ্নঃ।। নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি গঠিত হয়— 

 

(a) 1980 সালে (b) 1989 সালে

 (c) 1998 সালে (d) 1991 সালে

 

Ans. (b) 1989 সালে

 

 

প্রশ্নঃ. . উন্নত দেশে জনসাধারণ পৃথিবীর পরিবেশীয় সম্পদের যত শতাংশ ব্যবহার করে থাকেন-

 

 (a) 50% (b) 75% (c) 80% (d) 60%

 

Ans. (b) 75%

 

প্রশ্নঃ। আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন— 

 

(a) পাণ্ডুরঙ্গ হেগড়ে  (b)সুন্দরলাল বহুগুণা (c) মেধা পাটেকর (d) চণ্ডীপ্রসাদ ভট্ট

 

Ans. (a) পাণ্ডুরঙ্গ হেগড়ে

 

 

প্রশ্নঃ।। শিল্পাঞ্চলে দিনের সর্বোচ্চ শব্দসীমা হ’ল— 

 

(a) 65 ডেসিবেল (b) 55 ডেসিবেল।

(c) 50 ডেসিলে (d) 75 ডেসিবেল

 

Ans. d) 75 ডেসিবেল

 

প্রশ্নঃ।  WHO-এর মাতে বাতাসে সীসার নিরাপদ সীমারেখা হ’ল প্রতি ঘন মিটারে— 

 

(a) 20 মাইক্রোগ্রাম  (b) 10 মাইক্রোগ্রাম (c) 30 মাইক্রোগ্রাম (d) 40 মাইক্রোগ্রাম

 

Ans. (b) 10 মাইক্রোগ্রাম

 

 

প্রশ্নঃ। এখন বাজারে অশ্বশক্তির বায়ােগ্যাস ইঞ্জিন পাওয়া যাচ্ছে—

 

(a) 3 – 80 (b) 3-75  (c) 3 – 85 (d )3- 90

 

Ans. (b) 3-75

 

প্রশ্ন।  জলদূষণ রােধ ও নিয়ন্ত্রণ সেচ আইন চালু হয়—

 

 (a) 1977 সালে (b) 1981 সালে (c) 1972 সালে (d) 1970 সালে

 

Ans. (b) 1981 সালে

 

প্রশ্নঃ।।  স্টকহােমে কত সালে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন হয় যা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত ?

 

(a) 1978 সালে (b) 1972 সালে (c) 1982 সালে (d) 1992 সালে

 

Ans  (b) 1972 সালে

 

প্রশ্নঃ। . যত সালে বন বিভাগের নাম বদল করে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন’ রাখা হয়— 

 

(a) 1948 সালে (b) 1978 সালে

(c) 1958 সালে। (d) 1968 সালে

 

Ans. (a) 1948 সালে

 

.প্রশ্নঃ।। সারা দেশে রেডিও সেটের সংখ্যা প্রায়-

 

 (a) সাত কোটির কাছাকাছি (b) দশ কোটির কাছাকাছি (c) পাঁচ কোটির কাছাকাছি। (d) ছয় কোটির কাছাকাছি

 

Ans. (c) পাঁচ কোটির কাছাকাছি

 

প্রশ্নঃ।।. Eco system people হল

(a) তিন প্রকার- (b) চার প্রকার (c) দুই প্রকার  (d) পাঁচ প্রকার

 

Ans.(c) দুই প্রকার

 

প্রশ্নঃ. ইংল্যাণ্ডে প্রথম কত সালে শস্য মাড়াইয়ের যন্ত্র আবিষ্কৃত হয় ?

 

 (a) 1806 সালে। (b) 1SO4 সালে

(c) 1803 সালে || (d) 1904 সালে

 

Ans. (c) 1803 সালে

 

প্রশ্নঃ।।  যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা শিল্পজাত বিষাক্ত পদার্থকে ভেঙ্গে সাধারণ যৌগে পরিণত করা হয়, তাকে বলে— 

 

(a) বায়ােডিগ্রেডেশন (b) বায়ােগ্যাস (c) উপরের সবকটিই (d) উপরের কোনটিই নয় 

 

Ans.(a) বায়ােডিগ্রেডেশন

 

প্রশ্নঃ. পরিবেশবিদ বহুগুণী ছিলেন—

 

 (a) গাছ কাটার পক্ষে (b) গাছ কাটার বিরােধী (c) শব্দ দূষণের পক্ষে (d) কোনটিই নয়

 

Ans. (b) গাছ কাটার বিরােধী

 

প্রশ্নঃ. কত সালে বায়ুদূষণ সম্পর্কিত আইন পাশ হয় ? 

 

(a) 1991 সালে | (b) 1992 সালে

(c) 1992 সালে | (d) 1993 সালে

 

Ans. (a) 1991 সালে

 

প্রশ্নঃ।। উৎপাদক হ’ল- 

 

(a) শরীরযন্ত্রের উপাদান

(b) বাস্তুযন্ত্রের উপাদান (c) রাসায়নিক বিক্রিয়াযন্ত্রের উপাদান (d) প্রাকৃতিক উপাদান 

 

Ans. (b) বাস্তুযন্ত্রের উপাদান

 

প্রশ্নঃ।। তাপমাত্রার পরিবর্তনের লেখচিত্রের ওপর নির্ভর করে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে

 

(a) 3টি স্তরে (b) 4টি স্তরে

(c) 2টি স্তরে (d) 5টি স্তরে

 

Ans. (b) 4টি স্তরে

 

প্রশ্নঃ।। তুন্দ্রা বায়োেম হ’ল একটি-

 

(a) স্থানীয় বায়ােম  (b) বায়বীয়

বায়ােম (c) সামুদ্রিক বায়ােম (d) কোনটিই নয়

 

Ans. (a) স্থানীয় বায়ােম

 

প্রশ্নঃ।।. নিরক্ষীয় রােদন অরণ্যে (ফরেস্ট অঞ্চল) বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ—

 

 (a) 300-400 cm. (b) 180-300 cm.

(c) 240-430 cm.  (d) 200-400cm.

 

Ans (c) 240-430 cm.

 

প্রশ্নঃ।. সারা বিশ্বে যে পরিমাণ কীটনাশক দ্রব্য ব্যবহৃত হয়, তা হল— 

 

(a) 20,000টন (b) 44,000 টন।

(c) 30.000 টন (d) 50,000টন

 

Ans. (b) 44,000 টন।

 

প্রশ্নঃ।।. অম্লবৃষ্টির অস্তিত্ব প্রমাণিত হয়—

 

 (a) 1960 সালে (b) 1970 সালে

(c) 1980 সালে (d) 1995 সালে

 

Ans. (b) 1970 সালে

 

 

general knowledge ssc

 

প্রশ্নঃ।।. পুকুর এবং ট্যাঙ্কে সঞ্চিত জলের পরিমাণ

 

 (a) 20 লক্ষ হেক্টর (b) 10 লক্ষ হেক্টর

(c) 16 লক্ষ হেক্টর [v] (d) 15 লক্ষ হেক্টর

 

Ans.(c) 16 লক্ষ হেক্টর

 

প্রশ্নঃ।। নীচের কোন্ রােগটি স্যান্ডফ্লাই দ্বারা সৃষ্ট হয় ?

 

 (a) স্লিপিং সিকনেস (b) প্লেগ

(c) কালাজ্বর (d) ইয়ালাে ফিভার

 

Ans. (c) কালাজ্বর

 

প্রশ্নঃ। . কোন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দতরঙ্গকে আমরা শুনতে পাই— 

 

(a) 110,000হার্জ (b) 20-20,000 হার্জ

(c) 30-30.000হার্জ (d) 40-40,000 হার্জ

 

Ans. (b) 20-20,000 হার্জ

 

প্রশ্নঃ।। পৃথিবী তার প্রধান শক্তি গ্রহণ করে— 

 

(a) চাদ হতে (b) সূর্য হতে

(c) বৃহস্পতি থেকে (d) শুক্র হতে

 

Ans.  (b) সূর্য হতে

 

0, উৎপাদক হ’ল(a) শরীরযন্ত্রের উপাদান

 

প্রশ্নঃ।। . বিজ্ঞানের অগ্রগতি ত্বরান্বিত হ’ল ইনকা সভ্যতা হতে – 

 

(a) যােড়শ শতাব্দীতে (b) উনবিংশ শতাব্দীতে (c) সপ্তদশ শতাব্দীতে (d) পঞ্চদশ শতাব্দীতে

 

Ans. (b) উনবিংশ শতাব্দীতে

 

প্রশ্নঃ।।  অনেক বিজ্ঞানীদের মতে গ্রহ সৃষ্টির মূল উৎস হ’ল—

 

 (a) মেঘ (b) নীহারিকা (d) সূর্য(c) উল্কা

 

Ans  (b) নীহারিকা

 

 প্রশ্নঃ।। আমাদের রাজ্যে বনাঞ্চলের পরিমাণ প্রায়-

 

 (a) 11,789বর্গকিমি. (b) 11,879 বর্গ কিমি. (c) 10,000বর্গকিমি. (d) 89,789বর্গকিমি.

 

Ans. (b) 11,879 বর্গকিমি

 

প্রশ্নঃ।। . Ecology বা বাস্তুবিদ্যা হল—

 

 (a) ভূগােল সম্বন্ধীয় বিদ্যা (b) পরিবেশ সম্বন্ধীয় বিদ্যা (c) জীব সম্বন্ধীয় বিদ্যা (d) কোনটিই নয়

 

Ans. (b) পরিবেশ সম্বন্ধীয় বিদ্যা

 

প্রশ্নঃ।।  প্রকৃতির আঁচল হল— 

 

(a) জলাশয় (b) অরণ্য(c) মরুভূমি (d) পার্বত্যভূমি

 

Ans. (b) অরণ্য

 

প্রশ্নঃ।।  দীর্ঘস্থায়ী গ্রীষ্মযুক্ত আর্দ্র মহাদেশীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হ’ল—

 

 (a) 80-130cm. [(b) 60-180cm.

(c) 100-120 cm. (d) 70-90cm.

 

Ans.  (a) 80-130cm

 

প্রশ্নঃ।।  পৃথিবীতে ক’ ধরনের শিলা দেখা যায় ?

 

 (a) তিন ধরনের [] (b) পাঁচ ধরনের

(c) চার ধরনের [] (d) দু’ ধরনের

 

Ans.  (a) তিন ধরনের

 

প্রশ্নঃ।। . মহাদেশ সমূহের পূর্বে 5 – 30″ উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে

 

(a) ক্রান্তীয় মরু অঞ্চল [J (b) সাভানা অঞ্চল (c) স্টে অঞ্চল [] (d) চিরহরিৎবৃক্ষের বনভূমি

 

Ans. (a) ক্রান্তীয় মরু অঞ্চল

 

প্রশ্নঃ।। . প্রকৃতিতে সমস্ত জীবগােষ্ঠী, জড় উপাদান নিয়ে প্রকৃতির নিজস্ব উপায়ে সৃষ্ট পরিবেশকে বলে—

 

(a) প্রাকৃতিক পরিবেশ(b) সামাজিক পরিবেশ (c) ভৌত পরিবেশ (d) জীবমণ্ডল

 

Ans.(a) প্রাকৃতিক পরিবেশ

 

প্রশ্নঃ।. পৃথিবীতে প্রাণের সূত্রপাত হয়েছিল—

 

(a) দু’শাে কোটি বছর আগে (b) তিনশাে কোটি বছর আগে (c) আড়াইশাে কোটি বছর আগে  (d) চারশাে কোটি বক্স আগে

 

Ans. (c) আড়াইশাে কোটি বছর আগে

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *