সিন্ধুতীরে কবিতার mcq প্রশ্ন উত্তর -Teacj Sanjib

সিন্ধুতীরে কবিতার mcq প্রশ্ন উত্তর -Teacj Sanjib

সিন্ধুতীরে কবিতার mcq

সিন্ধুতীরে’ কবিতা
সৈয়দ আলাওল

● সঠিক উত্তরটি নির্বাচন করো

সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর mcq

১.১> ‘সিন্ধুতীরে’ কবিতার কবি কে?
(ক) দৌলত কাজী
(খ)সৈয়দ আলাওল

(গ) সৈয়দ সুলতান

(ঘ) হাজি মহম্মদ

১.২ ‘সিন্ধুতীরে’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া?

(ক) পদুমাবৎ

(খ) লোরচন্দ্রানী

(গ) পদ্মাবতী

(ঘ) সতী ময়না

১.৩ সৈয়দ আলাওল কোন্ শতকের কবি?

(ক) পঞ্চদশ

(খ) ষোড়শ

(গ) সপ্তদশ

(ঘ) অষ্টাদশ

১.৪ সিন্ধুতীরে কথার অর্থ কী?

*(ক) সমুদ্রতীরে

(গ) নদীর তীরে

(খ) সমুদ্র ঘিরে

(ঘ) পুরীর তীরে

সিন্ধুতীরে-কবিতার-mcq-প্রশ্ন-উত্তর-Teacj-Sanjib

১.৫ সমুদ্রনৃপতির সুতা কে?

`(ক) পদ্মা

(খ) মিত্রা

(গ) চিত্রা

(ঘ) শুভ্রা

১.৬ ‘উপরে পর্বত এক’— পর্বত কীসে অতিরেক?

(ক) ফুলে ফুলে

(খ) ফলে ফলে (ঘ) ফুলে রত্নে

`(গ) ফল ফুলে

১.৭ ‘সিন্ধুতীরে রহিছে’ কী রহিছে?

*(ক) মাঞ্জস(খ) স্বর্ণগৃহ (গ) হর্ম্য ঘ)অট্টালিকা

১.৮ রম্ভা কে?

(ক) অপ্সরা

(খ) বিদ্যাধরী

(গ) কিন্নরী

(ঘ) নর্তকী

১.৯ ইন্দ্ৰশাপে অচৈতন্য কে পড়ে আছে?

(ক) অপ্সরী

(খ) কিন্নরী

(ঘ) উর্বশী

(গ) বিদ্যাধরী

১.১০ সমুদ্রের নাওকে কে ভাঙল?

(ক) প্রবল ঝড়

(ঘ) প্রবল বাও

(খ) প্রবল ঢেউ

(গ) প্রবল বায়

১.১১) ‘কৃপা কর’ –কৃপা করবেন কে?

(ক) ভগবান \(গ) নিরঞ্জন

(খ) জনার্দন

(ঘ) পুরঞ্জন

● উত্তর

১.১ (খ) সৈয়দ আলাওল। ১.২ (গ) পদ্মাবতী। ১.৩ (গ) সপ্তদশ। ১.৪ (ক) সমুদ্রতীরে। ১.৫ (ক) পদ্মা। ১.৬ (গ) ফল ফুলে। ১.৭ (ক) মাঞ্জস। ১.৮ (ক) অপ্সরা। ১.৯ (গ) বিদ্যাধরী। ১.১০ (ঘ) প্রবল বাও। ১.১১ (গ) নিরঞ্জন।

পার্ট–২

১.১২ পাইলা চেতন–কতক্ষণের চিকিৎসাতে? (খ) দণ্ড দুই (ক) দণ্ড এক (গ) দণ্ড তিন `(ঘ) দণ্ড চারি

১.১৩ ‘পদ্মাবতী’ কাব্যটির রচনাকাল(ক) ১৬৪২ খ্রিস্টাব্দ খ)১৬৬৪খ্রিস্টাব্দ (গ) ১৬৫০ খ্রিস্টাব্দ ঘ) ১৬৭৫ খ্রিস্টাব্দ

১.১৪ ‘কন্যারে ফেলিল যথা……. উল্লিখিত কন্যাটি হলেন-
(ক) সমুদ্ররাজের কন্যা পদ্মা ` (খ) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী (গ) পদ্মাবতীর সখী রোহিণী (ঘ) বিদ্যাধরী।

১.১৫ ‘অতি মনোহর দেশ’—এই মনোহর দেশে নেই
(ক) দুঃখ ক্লেশ (খ) অভাব অনটন (গ) সত্য ধর্ম (ঘ) সদাচার।

১.১৬ > ‘সমুদ্রনৃপতি সুতা’–এই সমুদ্রনৃপতি সুতা হলেন
(ক) পদ্মাবতী (খ) লক্ষ্মী (গ) পদ্মা (ঘ) মৎস্যকন্যা।

১.১৭` ‘পদ্মা নামে গুণযুতা’— পদ্মা হলেন
(ক) সিংহলরাজের কন্যা `(খ) সমুদ্ররাজের কন্যা (গ) চিতোররাজের কন্যা (ঘ) মগধরাজের কন্যা।

১.১৮) ‘সিন্ধুতীরে দেখি — (শূন্যস্থান পূরণ করো) `
(ক) মান্দাস (খ) মাঞ্জস (গ) উদ্যান (ঘ) দিব্যস্থান।

১.১৯ ‘তার পাশে রচিল উদ্যান’ —কে উদ্যান রচনা করেন?
(ক) রত্নসেন(খ) সমুদ্র নৃপতি (গ) পদ্মা(ঘ) পদ্মাবতী

১.২০ ‘তাহাতে বিচিত্র টঙ্গি’–‘টঙ্গি’ শব্দটির অর্থ হলো(ক) পর্বতশৃঙ্গ (গ) টঙ্ ঘর *(খ) প্রাসাদ (ঘ) উঁচু মন্দির।

১.২১ ‘হেমরত্নে নানা রঙ্গি’—’হেম’ শব্দটির অর্থ হলো(ক) লৌহ (গ) রৌপ্য *(খ) স্বর্ণ (ঘ) তাম্র।

১.২২ সিন্ধুতীরে বহিছে মাঞ্জুস’-‘যাঞ্জস’ শব্দটির অর্থ হলো— (ক) ভেলা (খ) মাঞ্জা দেওয়া সুতো (ঘ) ছোটো ডিঙ্গি। (গ) ময়ূরপঙ্খী নৌকো

১.২৩ মধ্যেতে যে কন্যাখানি’–এই কন্যাটি হলেন(ক) পদ্মা ` (খ) পদ্মাবতী (ঘ) বিধুন্নলা। (গ) রোহিণী

১.২৪ ‘বিস্মিত হইল বালা’-বালা হলেন
(ক) বিধুন্নলা (খ) রোহিণী (গ) পদ্মাবতী (ঘ) পদ্মা।

১.২৫‘বেকত দেখিয়ে আঁখি’—’বেকত’ শব্দের অর্থ
(ক) বিকৃত (খ) বাঁকা*(গ) ব্যক্ত (ঘ) বিকশিত।

১.২৬) ‘বেথানিত হইছে বেশ বেশ।’—‘বেথানিত’ শব্দের অর্থ•
(ক) ব্যথিত (খ) বিস্থানিত*(গ) ব্যক্ত (ঘ) বিচ্ছিন্ন।

১.২৭ ‘ইন্দ্ৰশাপে বিদ্যাধরি’—বিদ্যাধরি হলেন(ক) দেবী সরস্বতী , (খ) স্বর্গের গায়িকা (গ) ব্রহ্মার স্ত্রী (ঘ) বিষুর স্ত্রী।

১.২৮ ‘চিত্রের পোতলি সমা’—‘পোতলি’ কথার অর্থ হলো—(ক) পুতুল (গ) পতুনা
(খ) পুত্ৰী (ঘ) পিতলের মূর্তি

১.২৯ ‘বিধি মোরে না কর—- শূন্যস্থান পূরণ করো)। (ক) হতাশ (গ) নৈরাশ(খ) নিরাশ (ঘ) উদাস

১.৩০ ‘বাহুরক কন্যার জীবন।’—‘বাহুরক’ শব্দের অর্থ হলো— (ক) সুন্দর বাহু (খ) বেরিয়ে যাক →(গ) ফিরে আসুক (ঘ) স্বর্গে যাক।

১.৩১) ‘চিকিৎসিমু প্ৰাণপণ’—কে চিকিৎসা করবে?— (ক) রোহিণী (খ) রত্নসেন(গ) চন্দ্ৰপ্ৰভা (ঘ) পদ্মা।

উত্তর

১.১২(ঘ)দণ্ডচারি। ১.১৩ (খ)১৬৪৬খ্রিস্টাব্দ।১.১৪ (খ) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী। ১.১৫ (ক) দুঃখ ক্লেশ। ১.১৬ (গ) পদ্মা। ১.১৭ (খ) সমুদ্ররাজের কন্যা। ১.১৮ (ঘ) দিব্যস্থান। ১.১৯ (গ) পদ্মা। ১.২০ (খ) প্রাসাদ। ১.২১ (থ) স্বর্ণ। ১.২২ (ক) ভেলা। ১.২৩ (খ) পদ্মাবতী। ১.২৪ (ঘ) পদ্মা। ১.২৫ (গ) ব্যক্ত। ১.২৬ (খ) বিস্থানিত। ১.২৭ (খ) স্বর্গের গায়িকা। ১.২৮ (ক) পুতুল। ১.২৯ (গ) নৈরাশ। ১.৩০ (গ) ফিরে আসুক। ১.৩১ (ঘ) পদ্মা।

পার্ট-৩

১.৩২ ‘সখী সবে আজ্ঞা দিল’-সখীদের কে আজ্ঞা দিলেন?
ক) পদ্মা খ) পদ্মাবতী(গ) বিদ্যাধরী(ঘ) মনোরমা

১.৩৪ ‘পঞ্চজনে বসনে ঢাকিয়া।’-এই পঞ্চজন হলেন

১) পদ্মা ও তাঁর চার সখী

(খ) পদ্মাবতী ও তাঁর চার সখী

(গ) বিদ্যাধরী ও তাঁর চার সখী

(ঘ) মনোরমা ও তাঁর চার সখী।

১.৩৪ অনুমান করে নিজ চিতে।’—‘চিতে’ শব্দটির অর্থ হলো

(ক) মনে

(গ) রূপে

(খ) হৃদয়ে (ঘ) ক্রোধে।

১.৩৫ পদ্মা ও তাঁর সখীরা কতক্ষণ ধরে পঞ্চকন্যার চিকিৎসা করেছিলেন?

(ক) চারদণ্ড

(খ) ছয়দণ্ড

(গ) চার ঘণ্টা

(ঘ) অষ্টপ্রহর।

১.৩৬ ‘শ্ৰীযুত মাগন গুণী’—মাগন গুণী হলেন

(ক) থদোমিন্তারের বিশ্বস্ত মন্ত্রী (খ) নরপদিগ্যির বিশ্বস্ত মন্ত্রী

(গ) থিরিথুধম্মার বিশ্বস্ত মন্ত্রী

(ঘ) নরপদিগ্যির সেনাপতি।

১.৩৭ ‘মোহর ভাগ্যের বলে ‘—’মোহর’ কথাটির অর্থ হলো

(ক) স্বর্ণমুদ্রা

(খ) আমার

(গ) প্রাচীন মুদ্রা

(ঘ) মোহগ্রস্ত।

১.৩৮ ‘হীন আলাওল সুরচন।।’-বক্তার নিজেকে হীন বলার কারণ

(ক) তিনি নীচ কুলের সন্তান

(খ) তিনি হীনম্মন্যতায় ভোগেন

(গ) তিনি সহায় সম্বলহীন

(ঘ) মধ্যযুগীয় সাহিত্যরীতির বিনয় প্রকাশ।

১.৩৯ ‘অচৈতন্য পড়িছে ভূমিতে’ – অচৈতন্য হওয়ার কারণ

(ক) উচ্চ রক্তচাপ

(খ) কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

(গ) সমুদ্রের ঝড়

(ঘ) ভূমিকম্প।

১.৪০ ‘দুখিনীরে করিয়া স্মরণ’-এখানে দুখিনী হলেন

(ক) পদ্মাবতী

(খ) পদ্মা

গ) মনোরম
ঘ)বিদ্যধরি

১.৪১ ‘যদি হইল সময় প্রত্যূষ। প্রত্যুষে পদ্মা
(ক) উদ্যানের দিকে যাত্রা করলেন(খ) মান্দাসে উঠলেন
(গ) গলা সাধলেন
(ঘ) সখীদের সঙ্গে নৃত্য করলেন।

১.৪২ ‘সিন্ধুতীরে’ শীর্ষক কাব্যাংশটি ‘পদ্মাবতী’ কাব্যের কোন খণ্ড থেকে নেওয়া?

(ক) বিবাহ খণ্ড

(श) সাক্ষাৎ খণ্ড

(গ) ভাসান খণ্ড

(ঘ) পদ্মা-সমুদ্র খণ্ড

১.৪৩ মনেতে—বাসি

(ক) কৌতুক

(গ) গম্ভীর

(খ) সুন্দর

(ঘ) হতাশ

১.৪৪ ‘রূপে অতি রত্তা জিনি—‘জিনি’ শব্দের অর্থ হলো

(ক) জিন

(গ) ভোগ করা

(খ) জয় করা (ঘ) স্বৰ্গ

১.৪৫ “দণ্ড চারি এই মতে …..দণ্ড চারি হলো

(ক) ৬০ মিনিট

(গ) ৯৬ মিনিট

(খ) ৭০ মিনিট

(ঘ) ১০৫ মিনিট

১.৪৬ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরি কোথা থেকে ভ্রষ্ট হয়ে অচৈতনা হয়ে মাটিতে পড়েছে বলে পদ্মাবতীর অনুমান?

(ক) আকাশ থেকে

(ঘ) বিদ্যাধরী।

(খ) মেঘ থেকে

(গ) নরক থেকে

(ঘ) স্বর্গ থেকে

১.৪৭ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) লোরচন্দ্রাণী

(ঘ) পদ্মাবতী

(গ) সতীময়না

(ঘ) তোহফা

১.৪৮ ‘সমুদ্রনৃপতি সুতা’ কে?

(ক) লক্ষ্মী (গ) উমা

খ) পদ্মা (ঘ) বারুণী

উত্তর পার্ট-৩

১.৩২ (ক) পদ্মা। ১.৩৩ (খ) পদ্মাবতী ও তাঁর চার সখী। ১.৩৪ (ক) মনে। ১.৩৫(ক) চারদণ্ড।১.৩৬ নরপদিগ্যির বিশ্বস্ত মন্ত্রী। ১.৩৭ (খ) আমার। ১.৩৮ ( মধ্যযুগীয় সমুদ্রের ঝড়।১.৩৯ কৌতুক ১.৪০ (খ) পদ্মা। ১.৪১ কে উদ্যানের দিকে যাত্রা করলেন। ১.৪২ (ঘ) পদ্মা-সমুদ্র খণ্ড। ১.৪৩ সাহিত্য রীতির বিনয় প্রকাশ। । ১.৪8 জয় করা। ১.৪৫ (গ) ৯৬ মিনিট। ১.৪৬ স্বর্গ থেকে ১.৪৭ (খ) পদ্মাবতী। ১.৪৮ পদ্মা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *