বহুরূপী mcq: বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর mcq দশম শ্রেণী বাংলা teacj sanjib
বহুরূপী mcq: বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর mcq দশম শ্রেণী বাংলা teacj sanjib
বহুরূপী mcq: বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর mcq
বহুরূপী mcq
বহুরূপী mcq: বহুরূপী গল্পের মাল্টি প্লাস চয়েস প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে
বহুরূপী mcq: পার্ট ওয়ান
১ সঠিক উত্তরটি নির্বাচন করো
১.১ জগদীশবাবুর বাড়িতে এসে এক সন্ন্যাসী ছিলেন— (ক) পাঁচ দিন (খ) ছয় দিন (গ) সাত দিন (ঘ) আট দিন
১.২ জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকতেন— (ক) হিমালয়ের গুহায় (গ) অমরনাথে (খ) কুমায়ুন পর্বতে (ঘ) কাশীতে
১.৩> জগদীশবাবু সন্ন্যাসীকে দেওয়া কাঠের খড়মে লাগিয়েছিলেন—
(ক) রুপোর বোল
(খ) তামার বোল
(গ) সোনার বোল
(ঘ) হিরের বোল
১.৪) সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার ভিতর ফেলে দিয়েছিলেন
ক) হাজার টাকার একটি নোট
(খ) পাঁচশো টাকার দুটি নোট (গ) একশো টাকার দুটি নোট (ঘ) একশো টাকার একটি নোট
১.৫ হরিদার জীবনের ঘর অবস্থিত(ক) ফুটপাথের ধারে
(খ) ময়দানের পাশে (গ) প্রকৃতিঘেরা পল্লিগ্রামে (ঘ) শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে
১.৬) “আমরাই নিয়ে আসি”—আমরাই কী নিয়ে আসি?
(ক) চা, চিনি ও বিস্কুট
(গ) চা, দুধ ও বিস্কুট
(খ) চা, চিনি ও দুধ (ঘ) চিনি, দুধ ও বিস্কুট
১.৭) ইচ্ছে করলেই হরিদা পেয়ে যেতে পারেন— (ক) কোনো অফিসে বা দোকানে বিক্রিওয়ালার কাজ (খ) কোনো অফিসে বা যাত্রাদলে অভিনয়ের কাজ (গ) কোনো নাটকের দলে অভিনয়ের কাজ (ঘ) কোনো হোটেলে রান্নার কাজ
১.৮ হরিদার উনানের হাঁড়িতে অনেক সময়
(ক) ভাত পুড়ে যায় (খ) শুধু জল ফোটে, চা হয় না (গ) শুধু জল ফোটে, ভাত ফোটে না (ঘ) চা উতলে যায়
১.৯ হরিদার জীবনের পেশা হলো
(ক) মাঝে মাঝে বহুরূপী সাজা (খ) নাটকে অভিনয় করা (গ) হোটেলে রাঁধুনির কাজ করা
(ঘ) বাড়িতে অলস সময় কাটানো
১.১০> হরিদা তাঁর ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করেন—
(ক) নাটকের দলে অভিনয় করে রোজগারের মাধ্যমে (খ) হোটেলে রান্না করে রোজগারের মাধ্যমে (গ) অফিসে কাজ করে রোজগারের মাধ্যমে
(ঘ) মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগারের মাধ্যমে
১.১১) একদিন দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেড়ে উঠেছিল—
(ক) চকের বাসস্ট্যান্ডের কাছে
(খ) হরিদার বাড়ির সবচেয়ে সরু গলিটার মোড়ে
(গ) জগদীশবাবুর বাড়িতে
(ঘ) বাজারে মোড়ের মাথায়
১.১২) “খুব হয়েছে হরি,
(ক) ভবতোষ
(খ) জগদীশবাবু
(গ) সন্ন্যাসী
(ঘ) বাস ড্রাইভার কাশীনাথ
১.১৩> “অ্যা, ওটা কি একটা বহুরূপী’’—উক্তিটির বক্তা-
(ক) জগদীশবাবুর স্ত্রী (গ) বিরাগী (খ্র) বাসের যাত্রীরা (ঘ) অনাদি
● উত্তর
১.১ (গ) সাত দিন। ১.২ (ক) হিমালয়ের গুহায়। ১.৩ (গ) সোনার বোল। ১.৪। (ঘ) একশো টাকার একটি নোট। ১.৫ (ঘ) শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে। ১.৬ (খ) চা, চিনি ও দুধ। ১.৭ (ক) কোনো অফিসে বা দোকানে বিক্রিওয়ালার কাজ। ১.৮ (গ) শুধু জল ফোটে, ভাত ফোটে না। ১.৯ (ক) মাঝে মাঝে বহুরূপী সাজা। ১.১০ (ঘ) মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগারের মাধ্যমে। ১.১১ (ক) চকের বাসস্ট্যান্ডের কাছে। ১.১২ (ঘ) বাস ড্রাইভার কাশীনাথ। ১.১৩ (খ) বাসের যাত্রীরা ।
পার্ট টু
১.১৪ “সত্যিই, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা।’ -লোকটা হলো
(ক) বাস ড্রাইভার কাশীনাথ (খ) বিরাগী (স) হরিদা (ঘ) গল্পকথক
১.১৫ হরিদার জীবন একরকম চলে যাচ্ছে
(ক) বহুরূপীর খেলা দেখিয়ে
(খ) জগদীশবাবুর বাড়িতে কাজ করে (গ) অফিসে কাজ করে
(ঘ) দোকানে বিক্রিওয়ালার কাজ করে
১.১৬ বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার করেছিল
ক) আট টাকা ছ-আনা
(খ) সাত টাকা দশ আনা
(গ) আট টাকা দশ আনা
(ঘ) আট টাকা সাত আনা
১.১৭ জগদীশবাবু বেশ ধনী মানুষ হলেও
(ক) বেশ উদার প্রকৃতির মানুষ (খ) বেশ কৃপণ মানুষ
(গ) বেশ দানশীল মানুষ
(ঘ) বেশ পরোপকারী মানুষ
১.১৮ হরিদার সন্ন্যাসী কিংবা বিরাগী সাজে খুশি হয়ে জগদীশবাবু বকশিশ দিতে পারেন
(ক) চার আনা খ) ছয় আনা গ) পাঁচ আনা ঘ) তিন আনা
১.১৯> আগন্তুকের কোনো রাগ নামে রিপু নেই, কারণ—
(ক) তিনি অহিংসবাদী (খ) তিনি বিরাগী (গ) তিনি ক্রোধ হরণের বর লাভ করেছেন (ঘ) তিনিই স্বয়ং ঈশ্বর
১.২০> বিরাগীর মতে পরম সুখ হলো—
(ক) প্রভূত পার্থিব সম্পদের অধিকারী হওয়া (খ) ভোগবিলাসে জীবনযাপন করা (গ) অপরকে বঞ্চিত করে আরও সম্পদশালী হয়ে ওঠা সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া
১.২১ বিরাগীর কাছে জগদীশবাবুর প্রাণের অনুরোধ
(ক) তাঁকে যেন বিরাগীজি আর যন্ত্রণা না দেন খ) তাঁর সেখানে বিরাগীজি যেন কয়েকটা দিন থাকেন (গ) বিরাগীজি যেন তাঁর বাড়ি থেকে তৎক্ষণাৎ চলে যান (ঘ) বিরাগীজি যেন চাঁদওয়ালাদের ভালোরকম শাস্তি প্রদান করেন।
১.২২ বিরাগীর জগদীশবাবুর কাছে কিছু চাইবার দরকার হয় না কারণ
ক)বিরাগী অগাধ সম্পত্তির অধিকারী
(খ) বিরাগী অন্য ভক্তদের নিকট প্রয়োজনের অতিরিক্ত প্রণামী পান
(গ) বিরাগী নির্লোভ
(ঘ) বিরাগী যাঁর কাছে পড়ে আছেন তিনি জগদীশবাবুর চেয়ে কম নন
১.২৩) জগদীশবাবু বিরাগীকে প্রণামী হিসেবে প্রদান করেছিলেন—
ক) একশো এক টাকা
(খ) দুশো এক টাকা
(গ) তিনশো এক টাকা (ঘ) পাঁচশো এক টাকা
১.২৪ জগদীশবাবু বিরাগীকে প্রণামী প্রদান করেছিলেন—
ক) বিরাগীর গ্রাসাচ্ছাদনের জন্য
(খ) বিরাগীর তীর্থভ্রমণের জন্য
(গ) বিরাগীর শিষ্যদের ভরণপোষণের জন্য
(ঘ) বিরাগীর মন জয় করার জন্য
১.২৫ হরিদা বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা-ফাকা স্পর্শ করতে পারেন না, কারণ
ক) তাহলে গুরু অসন্তুষ্ট হবেন (খ) সন্ন্যাসীর অপমান হয়
(গ) তাতে তার ঢং নষ্ট হয়ে যায়
(ঘ) হরিদার টাকার প্রয়োজন নেই
১.২৬ গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন—
(ক) জগদীশবাবু (গ) সন্ন্যাসী (খ) হরিদা (ঘ) সাহিল
১.২৭ ‘বহুরূপী’ গল্পটির লেখক হলেন—
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) সুবোধ ঘোষ (খ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) রাজশেখর বসু।
• উত্তর
১.১৪ (গ) হরিদা। ১.১৫ (ক) বহুরূপীর খেলা দেখিয়ে। ১.১৬ (গ) আট টাকা দশ আনা। ১.১৭ (খ) বেশ কৃপণ মানুষ । ১.১৮ (গ) পাঁচ আনা। ১.১৯ (খ) তিনি বিরাগী। ১.২০ (ঘ) সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ১.২১ (খ) তাঁর সেখানে বিরাগীজি যেন কয়েকটা দিন থাকেন। ১.২২ (ঘ) বিরাগী যাঁর কাছে পড়ে আছেন তিনি জগদীশবাবুর চেয়ে কম নন। ১.২৩ (ক) একশো এক টাকা। ১.২৪ (খ) বিরাগীর তীর্থভ্রমণের জন্য। ১.২৫ (গ) তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। ১.২৬ (খ) হরিদা। ১.২৭ (গ) সুবোধ ঘোষ।
পার্ট থ্রী
১.২৮ অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে এইবার আমাদের কথার জবাব দিলেন
(ক) সন্ন্যাসী খ) হরিদা
(গ) ভবতোষ ঘ)অনাদি
১.২৯ জগদীশবাবুর বাড়িতে খান একটি মাত্র(ক) হরীতকী (খ) বেল আগত সন্ন্যাসী সারা বছরে (গ) আমলকী (ঘ) কলা
১.৩০ ‘বহুরূপী’ গল্পে উল্লিখিত সন্ন্যাসীর বয়স ছিল—
(ক) পাঁচশো বছরেরও বেশি
(খ) হাজার বছরের বেশি
(গ) সত্তর বছরের বেশি
(ঘ) নব্বই বছরের বেশি
১.৩১ জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন— ক) পা মুছে দেওয়ার ছলে (খ) পায়ে খড়ম পরানোর ছলে (গ) পায়ে জুতো পরানোর ছলে (ঘ) সোনার বোল লাগানো কাঠের খড়ম পরানোর ছলে
১.৩২ ‘তা পেতেন না হরিদা।’-হরিদা যা পেতেন না তা হলো(ক) চাকরি (গ) সন্ন্যাসীর পদধূলি (ঘ) জগদীশবাবুর পদধূলি (খ) বকশিশ্ ‘
১.৩৩। আমরা কী বলছি বা না বলছি, সেদিকে হরিদার কান নেই’।—কারণ
(ক) হরিদা চা বানাচ্ছিলেন
(খ) সন্ন্যাসীর গল্প শুনে হরিদা মনে মনে কোনো ছক কষছিলেন
(গ) হরিদা উনানে ফুঁ দিচ্ছিলেন (ঘ) হরিদা ভাত ফুটেছে কিনা দেখছিলেন
১.৩৪ বহুরূপী গল্পে হরিদার ঘরে আড্ডা দিত(ক) পাঁচজন (গ) সাতজন (খ) ছয়জন (ঘ) চারজন
১.৩৫ হরিদার ভয়ানক আপত্তি ছিল— (ঈ) একঘেয়ে কাজ করতে
(খ) একঘেয়ে অভাব সহ্য করতে
(গ) পুলিশের কাজ করতে (ঘ) বহুরূপীর সাজগ্রহণ করতে
১.৩৬ পাগল সেজে হরিদা বাসযাত্রীদের দিকে তেড়ে গিয়েছিলেন—
(ক) হাতে একটা লাঠি নিয়ে (খ) হাতে একটা দা নিয়ে (গ) হাতে এক থান ইট নিয়ে (ঘ) হাতে একটা পাথর নিয়ে
১.৩৭ একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি
ক) বৈরাগী
(খ) সন্ন্যাসী গ) ভবতোষ ঘ) গল্পকথক
১.৩৮ হরিদার সবচেয়ে বেশি রোজগার হয়েছিল
(ক) পুলিশ সেজে
(গ) কাবুলিওয়ালা সেজে
(স) বাইজি সেজে (ঘ) বিরাগী সেজে
১.৩৯ হরিদা বহুরূপী সেজে পথে বের হতেন—
(ক) সপ্তাহে দু-দিন
(খ) সপ্তাহে তিনদিন
(গ) সপ্তাহে একদিন
(ঘ) সপ্তাহে প্রতিদিন
১.80 ‘এবার মারি তো হাতি লুঠি তো ভাণ্ডার।’— বলেছেন—
(খ) হরিদা
(ক) গল্পকথক (গ) জগদীশবাবু
(ঘ) ভবতোষ
১.৪১ ‘আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব।’— বক্তা জগদীশবাবুর কাছে যাবেন—
(ক) হরিদার খেলা দেখতে (খ) স্পোর্টের চাঁদা আনতে
(গ) দুর্গাপুজোর চাঁদা আনতে (ঘ) জগদীশবাবুকে দেখতে
১.৪২ ‘চমকে উঠলেন জগদীশবাবু।’—কারণ— (ক) হঠাৎ একটি বাঘ এসে পড়েছে (খ) পাগলের ছদ্মবেশে হরিদা এসে দাঁড়িয়েছেন (গ) বিরাগীর ছদ্মবেশে হরিদা এসে দাঁড়িয়েছেন (ঘ) হরিদা প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠেছেন
১.৪৩ ‘বিরাগীর বেশধারী হরিদার হাতে ছিল'(ক) একটি কমণ্ডলু (খ) একটি চিমটে (গ) একটি মৃগ চর্মের আসন (ঘ) একটি ঝোলা
উত্তর
১.২৮ (খ) হরিদা। ১.২৯ (ক) হরীতকী। ১.৩০ (খ) হাজার বছরের বেশি। ১.৩১ (ঘ) সোনার বোল লাগানো কাঠের খড়ম পরানোর ছলে। ১.৩২ (গ) সন্ন্যাসীর পদধূলি। ১.৩৩ (খ) সন্ন্যাসীর গল্প শুনে হরিদা মনে মনে কোনো ছক কষছিলেন। ১.৩৪ (ঘ) চারজন। ১.৩৫ (ক) একঘেয়ে কাজ করতে। ১.৩৬ (গ) হাতে এক থান ইট নিয়ে। ১.৩৭ (খ) সন্ন্যাসী। ১.৩৮ (খ) বাইজি সেজে। ১.৩৯ (গ) সপ্তাহে একদিন। ১.৪০ (খ) হরিদা। ১.৪১ (খ) স্পোর্টের চাঁদা আনতে। ১.৪২ (গ) বিরাগীর ছদ্মবেশে হরিদা এসে দাঁড়িয়েছেন। ১.৪৩ (ঘ) একটি ঝোলা।
পার্ট ফোর
১.৪৪ বিরাগীর বেশধারী হরিদার হাতের ঝোলায় ছিল
(ক) একটি মহাভারত(খ) একটি গীতা
(গ) একটি ভাগবত
(ঘ) একটি পঞ্জিকা
১.৪৫ ‘কী অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে।’—এ কথা বলা হয়েছে
(ক) বিরাগীবেশী হরিদা সম্পর্কে (খ) জগদীশবাবু সম্পর্কে
(গ) হিমালয়ের গুহা থেকে আগত সন্ন্যাসী সম্পর্কে (ঘ) ভবতোষ সম্পর্কে
১.৪৬ ‘কেন? কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ?’— এই মহারাজ হলেন
(ক) হিমালয় থেকে আগত সন্ন্যাসী
(খ) রাজা কৃষ্ণচন্দ্র (গ) বিরাগী
(ঘ) জটাজুটধারী এক সন্ন্যাসী
১.৪৭ বিরাগীর বেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন—
ক)মোহনভোগ (খ) মিষ্টান্ন লুচি
(গ) ঠান্ডা জল
(ঘ) গরম জল
১.৪৮> পাগলবেশী হরিদার গলায় কীসের মালা ছিল?
(ক) তামার
(খ) লোহার
(গ) টিনের কৌটোর
(ঘ) কাঠের
১.৪৯> বিরাগী সুন্দর সুন্দর এক-একটা বঞ্চনা বলেছেন—
(ক) স্নেহ প্রেম ভালোবাসাকে (খ) ধন জন যৌবনকে (গ) স্ত্রী পুত্র সন্তানকে (ঘ) স্নেহ মমতা করুণাকে
১.৫০ বিরাগীর বেশধারী হরিদার মতে সব তীর্থ
(ক) তাঁর বুকের ভিতরে
(গ) পর্বতের উপত্যকায়
(খ) গঙ্গানদীর তীরে
(ঘ) তাঁর বাড়ির কাছে
১.৫১ সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড়ো মনে করেন।—কত টাকার সম্পত্তি?—
(ক) নয় লক্ষ টাকার
(খ) দশ লক্ষ টাকার
(ঘ) বারো লক্ষ টাকার
১.৫২ হরিদা পুলিশ সেজে কোন্ বাগানে দাঁড়িয়ে ছিলেন?
(ক) লিচু বাগানে (খ) আম বাগানে
(গ) জাম বাগানে
(ঘ) কলা বাগানে
১.৫৩ ‘এটা কি কাণ্ড করলেন হরিদা।’-হরিদা যা করেছিলেন তা হলো
(ক) চায়ে চিনি দেননি
খ)জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা নেননি
গ) জগদীশবাবুর ওপর রেগে গেছেন
ঘ) বিরাগীর বেশে বিড়ি ধরিয়েছেন
১.৫৪ ‘চমকে ওঠে ভবতোষা’—ভবতোষ চমকে উঠেছিল কারণ—
(ক) সশব্দে বাজ পড়েছিল
(খ) জগদীশবাবু চেঁচিয়ে উঠেছিলেন (গ) হরিদা চেঁচিয়ে উঠেছিল
(ঘ) হরিদাই যে বিরাগীর ছদ্মবেশ ধরেছিলেন এটা জানতে পেরেছিলেন
১.৫৫ ‘ইচ্ছেই হলো না।’—কী ইচ্ছে হলো না?
ক) প্রণামীর টাকা নিতে
(খ) বাইজির বেশে নৃত্য করতে
(গ) জগদীশবাবুর বাড়িতে যেতে
(ঘ) বন্ধুদের চা খাওয়াতে
১.৫৬ ‘অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।’—এই ভুলটি হলো—
(ক) জগদীশবাবুর বাড়িতে না থাকা
(খ) অফিসের চাকরি না নেওয়া
(গ) জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা না নেওয়া
(ঘ) জগদীশবাবুর কাছে বকশিশ আনতে না যাওয়া।
১.৫৭ জগদীশবাবু হরিদাকে বকশিশ হিসেবে দিতে পারেন বড়োজোর
(ক) আট আনা কিংবা দশ আনা (খ) চার আনা কিংবা আট আনা (গ) ছ-আনা কিংবা দশ আনা (ঘ) আট টাকা কিংবা দশ টাকা
উত্তর
১.৪৪ (খ) একটি গীতা। ১.৪৫ (ক) বিরাগীবেশী হরিদা সম্পর্কে। ১.৪৬ (গ) বিরাগী। ১.৪৭ (গ) ঠান্ডা জল। ১.৪৮ (গ) টিনের কৌটোর। ১.৪৯ (খ) ধন জন যৌবনকে। ১.৫০ (ক) তাঁর বুকের ভিতরে। ১.৫১ (গ) এগারো লক্ষ টাকার। ১.৫২ (ক) লিচু বাগানে। ১.৫৩ (খ) জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা নেননি। ১.৫৪ (ঘ) হরিদাই যে বিরাগীর ছদ্মবেশ ধরেছিলেন এটা জানতে পেরেছিলেন। ১.৫৫ (ক) প্রণামীর টাকা নিতে। ১.৫৬ (গ) জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা না নেওয়া। ১.৫৭ (ক) আট আনা কিংবা দশ আনা।
পার্ট ফাইভ
১.৫৮ পাগলবেশী হরিদার কোমরে জড়ানো ছিল একটি—
(ক) গামছা
(ঘ) ফুলের মালা
(খ) লুঙ্গি
(ঘ) ছেঁড়া কাঁথা
(গ) ছেঁড়া কম্বল
১.৬৫> বাইজিরূপী হরিদার হাতে কী ছিল?
(খ) ফুলসাজি
১.৫৯ হরিদা পুলিশ সেজে ক-টি ছাত্রকে ধরেছিল?
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) ছয়টি
(ঘ) দশটি
১.৬০ পাগলবেশী হরিদার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো—
(ক) মোটা
(খ) ভয়ংকর
(গ) টকটকে লাল
(ঘ) কটকটে লাল
১.৬১> গীতা বের করে কী যেন দেখলেন
(ক) জগদীশবাবু
খ) আগন্তুক
(গ) রামবাবু
(ঘ) দয়ালবাবু
১.৬২ জগদীশবাবুর বাড়ির বারান্দায় মস্ত বড়ো একটি—
(ক) ছবি আছে
(খ) সাপ আছে
(গ) পাখি আছে
(ঘ) আলো জ্বলছে
১.৬৩) ‘আগত বিবাগীর পরনে ছোটো বহরের একটি সাদা
(ক) থান
(খ) কাপড়
(গ) লুঙ্গি
(ঘ) পাজামা
১.৬৪ জগদীশবাবুর হাতে থলির ভিতরে ছিল—
(ক) গীতা
(খ ) নোটের খাতা (ঘ) অলংকার
(গ) সোনার জিনিস
১.৬৬) নকল পুলিশ সেজে হরিদা কত ঘুষ নিয়েছিলেন?
(ক) আট আনা (খ) দশ আনা
(গ) এক টাকা (ঘ) আট টাকা
১.৬৭ স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে—
(ক) অভিযোগ করেন (খ) অনুযোগ করেন (ঘ) তিরস্কার করেন ক্ষমা চান
১.৬৮ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল
ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
১.৬৯ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান—
ক) একদিন (গ) তিনদিন
(খ) দুদিন (ঘ) চারদিন
উত্তর
১.৫৮ (গ) ছেঁড়া কম্বল। ১.৫৯ (ক) চারটি। ১.৬০ (ঘ) কটকটে লাল। ১.৬১ (খ) আগন্তুক। ১.৬২ (ঘ) আলো জ্বলছে। ১.৬৩ (ক) থান। ১.৬৪ (খ) নোটের খাতা। ১.৬৫ (খ) ফুলসাজি। ১.৬৬ (ক) আট আনা। ১.৬৭ (গ) ক্ষমা চান। ১.৬৮ (ক) আট টাকা দশ আনা। ১.৬৯ (ক) একদিন।
বহুরূপী mcq